কবিতার কোন দু:খ নেই
গল্পগুলো থাক গল্পের মতো, ভোর
এসে বলে গেল তাই, হাটার ছন্দে মাঝে মধ্যেই ক্লান্তি নামে
জিরোবার ছায়ারা মিলিয়ে গেছে বহুদুর।
রাত আমার সুখের সময়, সুসময়ে পার্কের বেঞ্চে মিশে
যেতে দেখেছি শতকান্নার আভাস, কাজল-মাসকারায়
অশ্রুর মিশেলে শিল্পীর মিলে নতুন রং।
আমি আমার বোনের জন্য কখনো কাদিনি, মাকে ... বাকিটুকু পড়ুন




