প্রহরীদের কবিতা
আহমাদ মাত্বার
ভাবলাম একটি কবিতা লিখবো-
পাহারাদারদের সময় নষ্ট করবেনা,
কান্ত করবেনা অনাগতদের হৃদয়,
আর সেটি ছাপাতে
পত্রিকাগুলি ভয় করবেনা,
সকল ভূখন্ডের পাঠকের কাছেই তা
বেচে থাকবে নির্ভয়ে, নি:সঙ্কোচে।
কলম ঠিক করে
একাগ্রচিত্তে-
সামনে কাগজ নিয়ে বসলাম।
অত:পর
পূর্ণতর প্রশান্ত হৃদয়ে
কাগজে আমার স্বাক্ষর করলাম
আর
কাগজখানা ‘শাদা’ রেখে দিলাম !
গভীর মনোযোগে কবিতাটি
দেখলাম;
মনে হল কিছু ভুল রয়ে গেছে-
রবার দিয়ে স্বাক্ষরখানা মুছে দিলাম !
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





