ফেলে আসা দিনগুলো থেকে
আমার এই চিঠি কোনদিনও তোমার হাতে পৌছবেনা। ঘুমিয়ে থাকবে ডাইরীর পাতায়। কোনদিনও জানবেনা আমার ব্যথার ঝর্নাটার কথা। তবুও আমি লিখি। লিখে লিখে সময় কাটাই। দুঃখ থেকে মুক্তি পাবার জন্য ভাবনার জালে আটকে ফেলি নিজেকে। হৃদয়ের না বলা যন্ত্রানাগুলোকে বন্দী করি ডাইরীর পাতায়।
আমি জানি এটা আমার পাগলামী। হবে হয়তো... বাকিটুকু পড়ুন

