এম হাফিজউদ্দিন খান বলেন, টিআইবি এখানে অন্যায় কিছু করেনি। দুনর্ীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসাবে এই জরিপ পরিচালনা করা হয়েছে। আর জরিপের ফলাফলে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, টিআইবি শুধু দুনর্ীতির প্রতিবেদন প্রকাশ করে না, সঙ্গে দুনর্ীতি প্রতিরোধে সুপারিশ প্রদান করে থাকে। সুপারিশ মেনে দেশকে দুনর্ীতিমুক্ত করার উদ্যোগ নিলে দেশ উপকৃত হবে।মজার ব্যাপার হলো,মামলাগুলো, বিএনপি আইনজীবিরা সরকারকে বেকায়দায়, ফালানোর জন্যই এই মামলা হইছিল,কিন্তু চতুর্বাজ সরকার টেরপেয়ে মামলা খারিজের পথ বেছে নিল ।না হলেতো থলের বিড়াল বস্তা খুলে বেরিয়ে পরবে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




