দেখেই বোঝা যেতো ইন্টারও পাশ করেনি, কিংবা গ্রাম ট্রাম থেকে আসা ক্ষেত পোলাপান । হয়ত হাফহাতা লাল একটা শার্টের সাথে ঝুলে আছে লাল একটা টাই । আমাদের মতো শহুরে স্মার্টদের হাসির খোরাক । চায়ের দোকানে, রাস্তা ঘাটে,খালে বিলে যেখানেই তাদের পেয়েছি, মাঝখানে বসিয়ে জোকার বানিয়ে সারাটা জীবন আইটেম বানিয়েছি আমরা । মজা করেছি । আর হুহোহাহাহ হেসেছি :
"তুই তাহলে একদিন বিরাট কোটিপতি পাজারুওয়ালা ব্যব্সায়ী হইতাছোস ?
কী নাম যেন বললি তোদের কোম্পানীর ?"
-ডেসটিনি
---------------------------------
আইটেম বানিয়ে মজা নেয়ার খোরাক প্রত্যেকটা ক্লাবে, ক্লাসে, গ্রুপেও আছে । থাকেই । যেমন আমাদের ছিলো বিগ্গানী সাইদুল হক বা তরুন ভাই ।তাদেরকে কষ্ট দিয়ে, যন্ত্রনা দিয়ে মজা নিই হয়ত, তবে তাই বলে রক্তাক্ত হয়ে যেতে দেখা বা হত্যা করে ফেলতে চাইনা তো !!! ব্যাক্তিগতভাবে আমি আমার পরিচিত ডেসটিনির পোলাপানদের জম । এবং সেটা আইটেম বানানোর জম । জাস্ট মজা টজা করা আর কি।কিন্তু আমি জানি, কাজ করে খায় তারা ।প্রোডাক্ট বিক্রি করে কমিশন পায় ।অন্তত একটা পেশা ।চোর ডাকাত না । রাস্তা ঘাটে হেয় করি বলে দশজন এসে একজনকে কুপিয়ে দেয়নি কখনোই । এবং যেটা ঠিকই সম্ভব ছিলো, যদি তারা চাইতো !আমরা তো ব্যাটা ৫/৭ জন ।আর তারা? ৪৫ লক্ষ !!!অথচ কোনও সারা শব্দ নেই ।মনে মনে ঠিকই দোয়া করেছি, স্বপ্ন সত্যি হোক তাদের । বড় হোক অনেক।সেটা না হলেও অন্তত সমর্থন করিনা, ওই ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটাররা সহ তাদের পরিবারে কমপক্ষে ৪ জন করে সদস্য হলেও মোট প্রায় ২ কোটি মানুষের ভাতের পাতিলে লাথি মারার কোনও সিদ্ধান্ত !হত্যা করার সিদ্ধান্ত !! বাংলাদেশের সব কোম্পানি একই কাজ করে। পণ্য বিক্রি করলে কর্মচারীকে কোন কমিশনদেয় না এমন কোম্পানি কি আছে? রেয়ালিটি শো ছেড়ে মানুষকে পণ্য বানিয়ে এস এম এস ব্যবসা করলে সমস্যা নেই। কিন্তু ডেসটিনির পণ্য বিক্রি করলে সমস্যা আছে। রেয়ালিটি শো যে আজ কত মানুষের জীবন নষ্ট করছে সেই খবর কে কেউ রাখে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




