
তোমার হাতের প্রতিটি ছোঁয়া এখনো যেন লেগে আছে এ হাতে
তোমার মুখে বলা প্রতিটি কথা এখনো যেন বলছে এ নীরব কানের পাশে সামনে
কে জানতো এ ভাবে নীরবে তোমার চলে যাওয়া
ভাবতে ভীষন মনে পড়ে তোমার মুখে "ও মন আমার কেন বান্ধিছ দালান কোঠা"
সেই গানটি গাওয়া ।
জানি আর কখনো হবে না দেখা
কখনো আর হবে না চাওয়া
তাই হবে না তোমার বলা সে কথা গুলো ফিরে পাওয়া ।
থাকুক না হয় হয়ে স্মৃত্বির বিরম্ভবনায়
চলি বন্ধু জানিয়ে তোমায় শুভেচ্ছা
হাসি মুখে শুভ হোক তোমার শেষ বিদায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




