somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদাম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের কৃষকরা

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহজে চাষযোগ্য, উৎপাদিত ফসলের খরচ কম, কাক্সিক্ষত দাম পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা বাদাম চাষে ঝুঁকে পড়ছেন। বাদাম চাষ করে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের কৃষকরা। সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ও মাগুরা জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম চাষ করে ৩০ সহস্রাধিক প্রান্তিক ও ভূমিহীন বর্গাচাষির মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। এ বছর এসব জেলার চরাঞ্চলের ৪০ হাজার একর জমিতে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন বাদাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুটি জেলার দইকান্দিরচর, চরআগবাঙলা, শিমুলকান্দি, বারোপাখিয়ারচর, ধীতপুর, কুশিরচর, ভুমোরিয়া, চাঁমতারা, পদ্মারচর, বাইরচর, শ্রীপুর, খিদ্রদাশুরিয়া, ঘোড়জান, মুরাদপুর, শিংঘুলি, বরঙ্গাইল নয়াহাটাবরঙ্গাইল, ভারদিঘুলিয়া, চরপেচাকোলা, চরআড়ালিয়া, সাঁড়াশিয়া, চরসাফুল্লা, চরনাগদা, চরঢালা, চরকল্যাণপুর, পূর্বশ্রীকণ্ঠদিয়া, মেঘাইরচর, খাসকাউলিয়া, মিনারদিয়াচর, ওমরপুরচর, পয়লারচর, বানতিয়ারচর, মীরকুটিয়ারচর, রস্তমেরচর, সোলজানারচর, চরবলরামপুর, চরভাড়ারা, সাদিপুর, সুদিরাজপুর, আশুতোষপুর, কোমরপুর, বীরপুর, পীরপুর, চালাকপাড়া, হঠাৎপাড়াচরসহ ছোট-বড় ১২৫টি চরের ২৫ হাজার একর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাদামের দাম ভালো পাওয়ার আশায় কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার একর বেশি জমিতে বাদাম চাষ করেছেন। সূত্র আরও জানায়, শুধু কাজিপুরে যমুনা নদীর বুকে জেগে ওঠা ৩০ চরে ৬০৫ হেক্টর জমিতে চীনা বাদাম চাষ করে ১ হাজার ভূমিহীন বর্গাচাষি ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন। বাদাম চাষের সফলতা নিয়ে চৌহালী উপজেলার মিনারদিয়া চরের কৃষক জহির মিয়া জানান, এ বছর তিনি ৬ বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। বীজ বপনের পর উপযুক্ত পরিমাণে বৃষ্টি হওয়ায় বাদামের বাম্পার ফলন হবে বলে আশা করছেন। গত বছর ৬ বিঘা জমি থেকে ৮৬ মণ বাদাম পাওয়া গেছে। এতে তার লাভ হয়েছে ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। তিনি আরও জানান, অন্যান্য ফসল আবাদের চেয়ে বাদাম আবাদে পরিশ্রম ও খরচ অনেক কম। বাদামের জমিতে নিড়ানির প্রয়োজন হয় না। ঢালারচর, ফৈলজানার চর, মীরকুটিয়া চর, আজিবর শ্রীপুর চর, ভারদিঘুলিয়া চরসহ বিভিন্ন চরের কৃষকরা জানায়, এ বছর তারা বাদাম আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ার আশা করছেন। পাবনা কৃষি সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বাদামের দানা পুষ্ট হয়েছে। বাদাম গাছে তেমন কোনো রোগবালাইয়ের আক্রমণ হয়নি।
এদিকে ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পদ্মার দুই তীরের বিশাল চরের বেলেমাটিতে বাদাম চাষে সফলতা পেয়েছেন দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের কৃষকরা। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, মরিচা, ফিলিপনগর ও চিলমারি ইউনিয়নের চরে ১০-১২ বছর ধরে বাদাম চাষ হচ্ছে। ফিলিপনগর গ্রামের অনেক কৃষক ২০ বছর ধরে চরে বাদাম চাষ করছেন। চাষিরা জানায়, এক বিঘাতে বাদাম চাষে ৭-৮ হাজার টাকা ব্যয় হয়। বিঘাতে ১০-১১ মণ বাদাম উৎপাদন হয়। বিক্রি করে ১৫-১৬ হাজার টাকা আয় হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এবার দৌলতপুর উপজেলার পদ্মার চরে ১ হাজার ৮৭৫ বিঘা জমিতে বাদাম চাষ হয়েছে। অন্যদিকে বাদাম চাষের সফলতায় মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীর বিস্তীর্ণ চর এলাকার নদী ভাঙা বিপর্যস্ত চরাঞ্চলের দুই সহস্রাধিক মানুষের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। মহম্মদপুর উপজেলার নদী সিকস্তি চরসেলামতপুর, বৃহসনগর, দয়ারামপুর, গয়েশপুর, পাল্লা, শিরগ্রাম, বসুরধুলজুড়ি, ভোলানাথপুর, রুইজানি, গোপালনগর, জাঙ্গালিয়া, রায়পাশা, মুরাইল, পাঁচুড়িয়া, আড়মাঝি, চরঝামা, চরদেউলিসহ নদীভাঙনের শিকার অন্তত ২০ গ্রামের মানুষ চরের জমিতে বাদাম আবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। উপযুক্ত প্রশিক্ষণ এবং পুঁজি পেলে বাদাম চাষের পরিধি আরও বিস্তৃত করতে পারবে বলে তাদের দাবি। এরই মাঝে আগাম জাতের বাদাম বাজারে উঠতে শুরু করেছে। চরাঞ্চলের বাদাম চাষকে কেন্দ্র করে বাদাম বিক্রির পাইকারি ও মোকাম গড়ে উঠেছে। বাদাম বেচা-বিক্রির জন্য মোকামগুলোতে ২০ থেকে ২২টি আড়ৎ গড়ে উঠেছে। বাদামের পাইকারি ব্যবসায়ীরা স্থানীয় আড়ৎদারদের মাধ্যমে বাদাম কিনে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাচ্ছে। ঢাকার পোস্তগোলার বাদাম ব্যবসায়ীরা জানান, চরাঞ্চলের বাদামের গুণগতমান ভালো হওয়ায় প্রচুর চাহিদা রয়েছে।
এদিকে চীনাবাদাম চাষে ঝুঁকেছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। সদর উপজেলার বালিয়া, ভুল্লী, শুকানপুকুরী, গড়েয়া ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার চীনাবাদামের চাষ বৃদ্ধি পেয়েছে। অন্য ফসলে বিভিন্ন সমস্যা থাকায় এবং চীনাবাদামের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এ ফসলের দিকে কৃষকের আগ্রহ বেড়েছে। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। প্রতি হেক্টরে দেড় থেকে দুই টন চীনাবাদম উৎপাদন হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চরাঞ্চলের কৃষকরা ঢাকা-১, বিনা-১, বিনা-২, বিনা-৩, ঝিঙ্গা, বাসন্তী, ত্রিদানা, ঝিঙ্গা এবং মাইজচর জাতের বাদাম চাষ করেছেন। এছাড়া উন্নতমানের হাইব্রিড জাতের বাদামের আবাদও করেছেন। সব জাতের বাদামেরই ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদাম চাষে এ অভাবনীয় সাফল্যে খুশির ঝিলিক স্পষ্ট হয়ে উঠেছে চরাঞ্চলের কৃষাণ-কৃষাণীর চোখে-মুখে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কেন এমন হলাম না!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৪ ই মে, ২০২৪ সকাল ৯:৪১


জাপানের আইচি প্রদেশের নাগোইয়া শহর থেকে ফিরছি৷ গন্তব্য হোক্কাইদো প্রদেশের সাপ্পোরো৷ সাপ্পোরো থেকেই নাগোইয়া এসেছিলাম৷ দুইটা কারণে নাগোইয়া ভালো লেগেছিল৷ সাপ্পোরোতে তখন বিশ ফুটের বেশি পুরু বরফের ম্তুপ৷ পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

অভিমানের দেয়াল

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি

লিখেছেন প্রামানিক, ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



২৬শে মার্চের পরে গাইবান্ধা কলেজ মাঠে মুক্তিযুদ্ধের উপর ট্রেনিং শুরু হয়। আমার বড় ভাই তখন ওই কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি রোভার স্কাউটে নাম... ...বাকিটুকু পড়ুন

বিকেল বেলা লাস ভেগাস – ছবি ব্লগ ১

লিখেছেন শোভন শামস, ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪৫


তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে... ...বাকিটুকু পড়ুন

One lost eye will open thousands of Muslims' blind eyes

লিখেছেন জ্যাক স্মিথ, ১৫ ই মে, ২০২৪ রাত ২:২৭



শিরোনাম'টি একজনের কমেন্ট থেকে ধার করা। Mar Mari Emmanuel যিনি অস্ট্রেলীয়ার নিউ সাউথ ওয়েলসের একটি চার্চের একজন যাজক; খুবই নিরীহ এবং গোবেচারা টাইপের বয়স্ক এই লোকটি যে... ...বাকিটুকু পড়ুন

×