তিনটার সময় হোটেল সার্কাস সার্কাসের রিসিপশনে আসলাম, ১৬ তালায় আমাদের হোটেল রুম। বিকেলে গাড়িতে করে শহর দেখতে রওয়ানা হলাম, এম জি এম হোটেলের পার্কিং এ গাড়ি রেখে হেঁটে শহরটা ঘুরে দেখতে বের হলাম। পার্কিং ফি ২৪ ঘণ্টার জন্য ১৮ ডলার। বিশাল পার্কিং কয়েক তালা জুড়ে। বিভিন্ন স্টেট থেকে ড্রাইভ করে আসে মানুষ, তারা ক্যাসিনো ও অন্যান্য নানা ধরনের বিনোদনের জন্য এই শহরে এসে সময় কাটায়। সব জায়গায় গাড়ি রাখা নিরাপদ না বা রাখা ও যায় না। তাই সুন্দর এই ব্যবস্থা।
এম জি এম হোটেল থেকে স্কাই ট্রেনে করে তিনটা স্টপেজে ফ্রি যাওয়া যায়। এটা মূলত মার্কেট ও হোটেল গুলোরগেস্টদের সুবিধার জন্য। বিকেল বেলায় আমরা স্কাই ট্রেনে করে বেলাজিও হোটেল এন্ড ক্যাসিনোতে আসলাম। সুন্দর করে সাজানো বিশাল হোটেল এলাকা, এখানে সুন্দর সাজানো ফুলের সমাহার। ফুলের জগতে ভীষণ ভিড়, বাচ্চারা ও পরিবারের লোকজন ছবি তুলছে। কেউ কেউ হয়ত জুয়া খেলে ক্লান্ত হয়ে সময় কাটাতে এসেছে। ছেলে মেয়ে সবাই ক্যাসিনোতে বসে খেলছে। হোটেলের সামনে একটু উচু জায়গা, সেটা ও সুন্দর করে ফুলের বেড দিয়ে সাজানো। সেখানে দাঁড়িয়ে ফাউন্টেন শো দেখলাম। বেলাজিও হোটেল এন্ড ক্যাসিনো হলো লাস ভেগাস স্ট্রিপের বৃহত্তম হোটেলগুলির মধ্যে একটি৷ মূল টাওয়ারের ৩০১৫ টি রুমের সাথে ২০০৪ সালে আরও ৯১৫ টি রুম যোগ করা হয়েছে।








সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৪ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



