'মানুষ' স্বাধীন সত্তা। তার শুরুটাই তীব্র প্রতিযোগীতায় প্রথম হবার মাধ্যমে, 'নিজ' এবং 'অপর' ভেদ জ্ঞানের মাধ্যমে। সে নিজেকে আদায় করে নেয় ১৬ আনা। 'মানুষ' মানুষ হয় সফলতার শুরু নিশ্চিত করে। 'ব্যর্থতা' মানুষ হয় না। সফলতা এবং শুধুই সফলতা = মানুষ।
'=' এর দুটি পারষ্পরিক উপরিনিচ সহ অবস্থান ' সমান সমান' কথার চিহ্ণ।
'=' চিহ্ণ'র (-) > একটি সফলতা অন্যটি (-) তীব্র প্রতিযোগীতা হলো 'মানুষ'।
সফলতা/-
+ = মানুষ।
তীব্র প্রতিযোগীতা/-
মানুষ যা ইচ্ছা করতে পারে, ভাবতে পারে। সে সৃষ্টির উর্দ্ধে আবার নিম্নে, সে অত্যন্ত স্বাধীন চালক, সে কাউকে নাও মানতে পারে আবার নিজ ইচ্ছা বা অনিচ্ছায় সমর্পন বা ধারণ করতে পারে।
মন্তব্য রিভিউ করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



