হে শীতের আগমনী সুন্দর সকাল,
মধুময় বাতাসে তোমার বঞ্জনবর্ণ আভাস!
তোমার আগমনে কখনো হইনি যে নিরাশ।
ঝিরিঝিরি কুয়াশা, গাঁয়ে লাগে ঠান্ডা হাওয়া।
দৃষ্টিনন্দন মেঘেদের এ কেমন থেমে থাকা,
সজনে গাছের সাদা ফুল-
সুগন্ধে সজনে তলায় মন হয় ব্যাকুল।
আমার স্তব্ধ চাহুনি,
নতুন করে রোজ তোমার প্রেমে পড়ি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




