হেলু , ব্লগ ডেভেরপার টিম ! হোপ করি আপনারা অনেক গুড আছেন।আমি এবং আমার মতন অনেকেই যারা মোবাইল থেকে ব্লগের পোস্ট গুলার দিকে নজর রাখি তারা ভাল নাই-ই-ই-ই ....
তার কারন হল ইট ইস ভেরি দুঃখের কথা হল যে অপেরা মিনি দিয়ে এতদিন সহীহ সালামতে সব কাজই চলিতেছিল, তবে গত ৫-৬ দিন ধরে ইমেজ ভার্সন টা কাজ করিতেছেনা। কেন করিতেছেনা তা আপনাদের জানার কথা।
টেক্সট ভার্সনে কোন পেজ দেখার পরে ব্যাক করতে গেলে আবার রিলোড হতে থাকে, এতে করে ব্যান্ডউইথ ব্যবহার বেড়ে যাচ্ছে আবার একই সাথে দরকারি পোস্টটা চলে যাচ্ছে মানে বারবার আউলা - ঝাউলা হইয়া যাচ্ছে।
সমাধানের জন্য আপীল করিলাম।
ব্লগের ধকল থেকে উঠে ব্লগ আবার রান করার জন্য ধন্যবাদ।
- ফটো পাগল -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


