আর জেনে রাখা ভাল হবে এই বিধায় শিখব ভাবছি।
অন্য কয়েকটা ভাষা জানবো এমন আগ্রহই এর মূল কারণ ।
আর এই ফটো তো দেখছেন !
জাপানে যাওয়ার ইচ্ছা আছে কোন এক সময়ে তাই একটু আগেই কিছুটা গোছানো ।
এখন কথা হল ওয়েবে ভালই ইনফো পাইছি , তবে তার চেয়ে কোর্স এটেন্ড করতে পারলে মনে হয় ভালো হবে। তাই ঢাবি এর কোর্স সম্পর্কে জানতে চাইলাম। এখানে কি কোন ফি দিতে হয় ???
আর যারা জাপানী ভাষা পারেন তারা আওয়াজ দিয়েন সপ্তাহে অন্তত একদিন কথাবার্তা বলা যাবে
ফেইসবুক এ বাংলায় ( ফটো পাগল ) দিয়ে সার্চ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সবাইকে ধন্যবাদ ..... - ফটো পাগল -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




