কবে সামুতে রেজিসট্রেশন করি, মনে নেই। সামুর প্রফাইল বলে দুইবছর দুই সপ্তাহ সময় এখানে। লগইন করে আর লগআউট করা হয় না, তাই বলে এই না যে, সব সময় ব্লগে থাকা হয়। অনেক ধরণের পোস্ট আসে, ভালো পোস্ট দেখতেই ভালো লাগে। তবে, নানা লোকের নানা মত, এটা বেশ বোঝা যায় । তরুণ, যুবা, প্রাচীন, সবার মতের এক মহা মিলন মেলা। মতের মিল যেমন আছে, ভিন্ন মতও তেমন আছে। তবে একটা বিষয়ে সবার মিলটা লক্ষ্যণীয় যে সবাই দেশকে ভালোবাসে। এটাই হওয়া উচিত, যে যেখানে আছি, তার নিজ নিজ কাজটুকু ভালোকরে শেষ করতে পারলেই, সব ভালো করা সম্ভব বলে মনে করি।
একটা সময় এমন গেছে, কীবোর্ডে বাংলা লেখা বেশ কঠিন লাগতো। বাংলা লেখার মাধ্যম হিসাবে সামু আসলেই একটা ভালো প্লাটফরম গড়ে দিয়েছে। ধন্যবাদ সামু পরিবারের সবাইকে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




