অতিরিক্ত মেদ নিয়ে নরমাল জীবন যাপন করা বেশ কষ্টসাধ্য। এব্যাপারে অনেকে সার্জেরীর কথা চিন্তা করেন।
দুই ধরণের সার্জেরী সাধারণত করা হয়,
১। গ্যাসট্রিক ব্যান্ডিং
২। গ্যাসট্রিক বাইপাস।
দুইটা সার্জেরীর মধ্যে সার্জিক্যাল কিছু পার্থক্য আছে। গ্যাসট্রিক ব্যান্ডিংএ সাধারণত পাকস্থলীর উপরের অংশে একটা ব্যান্ড পড়ায়ে দেয়া হয়, ফলে গ্যাসট্রিক লুমেনের পরিমান কমে যায়, কম খাওয়ার পরই মনে হয় পেট ভরে গেছে। কাজেই কম খাওয়ার ব্যাপারে সাহা্য্য করে। এখানে সার্জেরীই একটা অসুবিধা, কারণ অনেকেই সার্জেরী করাতে চান না।
আর, গ্যাসট্রিক বাইপাসে এমন একটা সিস্টেম করা হয়, যাতে খাবার পাকস্থলি আর ক্ষুদ্রান্তের কিছু অংশ বাইপাস করে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এই প্রক্রিয়ার একটা অসুবিধা হলো ম্যাল অ্যাবসরপশান, আর তা থেকে ম্যাল নিউট্রিশন ডেভিলপ করে।
এখানে দেখুন গ্যাসট্রিক বাইপাস করা এক মহিলার পরিনতি-
Click This Link
সহজ মেদভুড়িনামা: সমাধান পর্ব ১।
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




