
আর বেশি দিন বাচমু না আননেরা আরে মাফ হইরা দিয়েন ।

এভাবে লাশ হয়ে রাস্তায় না পড়ে থেকে আল্লাহু সঠিক ভাবে মৃত্যু দিলেই খুশি থাকবো ।
আর যত তারা তারি মৃত্যু হবে মনে হয় অতই ভালো । বলাতো যায় না দেশের
যে চলমান পরিস্থি তাতে করে যখন তখন শোনা যাবে মিন্টু বোমার আঘাতে নয়ত গাড়িতে বসে থেকে পেট্রোল বোমায় গাড়ি পুড়ে মারা গেছে ।
তাই আগে ফাকে সকলের কাছে মাফ চাওয়া।

শীতের দিন একটু আগুন হলে ভাল হতো । কিন্তু আল্লা এ ধরনের আগুন নয়। এই আগুন থেকে গড বাঁচাও।

আল্লাহু আপনার কাছে আবেদন করলাম যত তারাতারি সম্ভব হয় এইসব ভয়ঙ্কর দৃশ্য দেখা থেকে বাঁচান।



আমরা সারা বাংলাদেশের মানুষেরা আপনাগো কয়েকজনের কাছে আমাদের জীবন ভিক্ষা চাই । দয়া করে আমাদের উপরে একটু দয়া করুন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


