চুক্তিনামা গ্রহণ করছি সময় প্রকাশনের সত্ত্বাধিকারী জনাব ফরিদ আহমেদ এর কাছ থেকে।
অবদমিত অভিমান গল্প সংকলন-এর বই পাওয়া যাচ্ছে সময় প্রকাশন এর প্যাভিলিয়ন নম্বর ২০ এ।
কিছু আনন্দ মানুষকে নির্বাক করে দেয়! আমি খুব সাধারণ মানুষ। কাজেই বইয়ের রয়্যালিটি পাওয়া আমার কাছে খুব বড় কিছু অবশ্যই। আমার প্রথম গল্পের বই অবদমিত অভিমান এর রয়্যালিটি এবং চুক্তিনামা আমাকে বুঝিয়ে দেয়া হলো। সাথে বাংলাবাজারের বিখ্যাত দিল্লিকা লাড্ডু দিয়ে আপ্যায়ন । দেখে এলাম পুলিশ প্রহরায় থাকা ফরিদ আহমেদ এবং তার শখ, নেশায়, পেশায় আবর্তিত 'সময় প্রকাশন ' ৩৮ বাংলা বাজারের বইয়ের রাজ্য । মেধাবী তরুণ সাহিত্যিকরা আশাকরি ফরিদ আহমেদ এর মতো আলোকিত প্রকাশকদের আলোয় বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে ব্রতি হবেন।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল জনাব ফরিদ আহমেদ এবং সময় প্রকাশন এর জন্য ।
বি.দ্র. ১: আমার লেখালেখির অনুপ্রেরণাদায়ী সবাই এই রয়্যালিটির অংশীদার ।
বি.দ্র. ২: পোস্ট দিলেও যদি ব্লগে নিয়মিত হই সেই আশায় এই পোস্ট। আরো আগেই দেয়া উচিত ছিল। ডেস্কটপ কম্পিউটার ছাড়া ব্লগিং করতে পারি না। চেষ্টা করেও পারছি না!
বি.দ্র. ৩: ব্লগে আমি সত্যিই মনে প্রাণে নিয়মিত হতে চাই। কিন্তু ব্যস্ততা আমাকে দেয় না অবসর...
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০