এখনও যখন সার্চ দেই সামহোয়্যারইন ব্লগে পোস্ট করা অনেক লেখা পাই এদিক সেদিক। খারাপ কি আসলেই লাগে? খারাপ লাগে যদি সেখানে নিজের নামটা দেখতে না পাই। আজ সকালে যখন নিজের একটা লেখা অন্য একটা সাইটে দেখলাম তখন খারাপ অবশ্য লাগেনি। কারণ পোস্টের লিঙ্ক দেয়া ছিল তাতে। এখন কপি পেস্ট ওয়ালারা কী করে জানতে ইচ্ছে করে।
কিন্তু যুগ পাল্টেছে। এখন পাসওয়ার্ড ভুলে গেলে নিজের ব্লগের লেখাও প্রয়োজনে কাজে লাগানো যায় না কপি করতে না পারার কারণে। ব্যাপারটা দারুণ কিন্তু। সদর দরজায় তালা লাগিয়ে যদি চাবি হারিয়ে ফেলি তখন ঘরে ঢুকতে গেলে চাবিওয়ালার দারস্থ হতে হয়। কিন্তু শান্তি একটাই অন্য চাবি দিয়ে দরজা খুলছে না। তারমানে নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না।
সামহোয়্যারইনব্লগ থেকে কপি করার সুযোগটা বন্ধ করাতে এখন নিরাপত্তাজনিত শান্তিটা বেশ আরাম দেয়।
................
ঘটনা আর কিছুই না। পাবলিকলি বা লুকিয়ে একা একাও লেখা হচ্ছে না। হচ্ছে না প্রিয় সামহোয়্যারইন ব্লগে সরবভাবে উপস্থিত হওয়া। 'ব্যস্ততা' বড় স্বার্থপর এক শব্দ। কিন্তু ব্লগে আসতে ইচ্ছে করছে।
অভিজ্ঞতার ঝুলি মন্দ নয়। অনেকেই ব্লগ ছেড়েছেন তাঁদের পোস্টে সহব্লগারদের উপস্থিতি কমে গেছে বলে। পোস্ট নির্বাচিত পাতায় আসেনি বলে সব পোস্ট ড্রাফটে চলে গেছে এমন খবরও জানি।
কিন্তু আমার যখন ব্লগে আসতে ইচ্ছে করে, পোস্ট দিতে ইচ্ছে করে তখন ভেবে নেই...এই পোস্ট আদৌ কারো চোখে পড়বে বলে মনে হয় না। থাকুক তবুও আমার ডায়েরির পাতা হয়ে। আমার মনের খোড়াক হয়ে...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯