বিভিন্ন সুত্র থেকে বেরিয়ে এসেছে , এই বার এই আন্দোলনে ৩১০৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে , আন্দোলনকারিরা। আন্দোলনকারিরা ৪০০ থানাতে আক্রমন করে এবং প্রতি থানাতে গড়ে প্রায় ৮ জন পুলিশ সদস্যকে হত্যা করে এবং সেই সাথে চলে ধবংসাত্বক কাজ, আগুন দেওয়া এবং অস্ত্র লুট ।এই আন্দোলনে সাধারন মানুষ খুন হয়েছে ৬৫০ জনের মত, তার মধ্যে ২৫০ জনের মত আওয়ামী লীগের সমর্থক । তাহলে আন্দোলনকারিদের হাতে হতাহত ( ৩১০৮্ + ২৫০) = ৩৩৫৮ জন এবং সরকারের হাতে হতাহত ৪০০ জন ।
সরকারের হাতে ৪০০ জন হতাহতের ভিতরে একটা শুভংকরের ফাঁকি আছে , এই ৪০০ জনের মধ্যে ৯০%কে হত্যা করেছে , আন্দোলনকারিদের ভিতরে লুকিয়ে থাকা সুটার এবং স্নাইপার বাহিণী,তার মানে তারা ৩৬০ জনকে হত্যা করেছে এবং সরকারের হাতে হতাহত হয়েছে ৪০ জন। যার অর্থ -- আন্দোলন কারিরা হত্যা করেছে ( ৩৩৫৮ + ৩৬০) = ৩৭১৮ জন ।
তাহোলে আন্দোলনকারিদের ৩৭১৮ জন হত্যার বিপরীতে সরকারের হাতে হতাহত হয়েছে ৪০ জন ।
বর্তমান ইউনুস সরকার আন্দোলনকারিদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এই মর্মে ইনডেমনিটি বিল পাশ করেছে । তারমানে ৩১০৮ জন পুলিশ হত্যার কোন বিচার হবে না এবং ২৫০ + ৩৬০ = ৬১০ জন সিভিলিয়ন হত্যার কোন বিচার হবে না ।
আমরা সব হত্যাকান্ডের বিচার চাই , ইনডেমনিটি দিয়ে হত্যাকন্ডের বিচারকে ব্যহত করা যাবে না , এক দিন এর বিচার হবেই ।
ছাত্র শিবির কর্মির পুলিশ হত্যার স্বিকারুক্তি ---
Watch The Video In This Link
একটা প্রতিবেদন --- Meticulously Designe 'এ পুলিশ কিলিংয়ের সংবাদটি বাংলাদেশের মিডিয়ায় বাতাবি লেবু চাষের মাধ্যমে লুকিয়ে রাখতে পারলেও আন্তর্জাতিক মিডিয়ায় সম্ভব হয়নি। গণ হত্যা কোনটি ? পুলিশ নাকি ছাত্র জনতা ? আসুন দেখে আসি ৫ই আগস্টের Meticulously Designe কি ...?
লিংক -- Please Click Here
আরো দেখুন --- Genocide of Bangladesh Police
আরো দেখুন ----- পুলিশের গণহত্যার বিরুদ্ধে মামলার প্রস্তুতি! Bangladesh !
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৪