কড়াইল বস্তিতে আগুন বনাম ৮৩২ ভরি সোনার গয়না
কোন বস্তিকে যদি উন্নয়নের জন্য প্রয়োজন হয়, তখন সেই বস্তিবাসিদের পুন:বাসন করার পরে উন্নয়ন কর্ম শুরু করতে হয় কিন্ত ইউনুস সরকার সেদিকে না গিয়ে সরাসরি আগুন লগিয়ে লক্ষ বস্তিবাসির শেষ আশ্রয় ধবংস করে দেয় । তারপর জনতার চোখ ঘোড়ান জন্য হাসিনার ২ টি লকারে ৮৩২ ভরি সোনার গয়না আবিষ্কার করে , মূলত কড়াইল বস্তি অগ্নিকান্ডকে আড়াল করার জন্য এই নাটক ।
যদি সোনার বার হয় তাহোলে ২টা লকারে ৮৩২ ভরির সম ওজনের সোনা রাখা সম্ভব , একটার উপরে আরেকটা রেখে কিন্তু গয়না এত ঠুনকো যে, ওগুলোর প্রতিটিকে আলাদা ভাবে বক্সে রাখতে হয়, তানা হোল গয়না গুলো জড়িয়ে যাবে ভেংগে যাবে, তাই ২ টা বড় ট্রাংক লাগবে ৮৩২ ভরি গয়না রাখার জন্য । লকার কখনো এত বড় হয় না ।
যদি ২ লক্ষ টাকা করে এখনকার সোনার গয়নার বাজার দাম হয় তাহোলে ৮৩২ ভরি সোনার গয়নার দাম হবে ১৭ কোটি টাকার মত ।
ধরে নিলাম ১৭ কোটি টাকা হাসিনা চুরি করেছে , তাহলে সেটা ইউনুসের ৬৬৬ কোটি টাকার আয়কর চুরির থেকে কি বেশি ? সরকারে না থেকে ইউনুস ৬৬৬ টাকা চুরি করেছিল , ক্ষমতাবান ইউনুস অলরেডি হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


