বিডিআর বিদ্রোহের তদন্ত করেছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এখন সব উল্টে দিচ্ছেন’—ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই অডিও বার্তায় তিনি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড (বিডিআর বিদ্রোহ), বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিডিআর বিদ্রোহের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। অডিওতে তিনি দাবি করেন, বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে ৪৬ জনই ছিলেন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এছাড়া, সে সময়ের তদন্ত কমিটির প্রধান এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনা তার সরকার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সামাল দিয়েছিল। তিনি বলেন, “বিডিআরের ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যান, সেখানে ডিজি শাকিল থেকে শুরু করে ৪৬ জনই ছিল আওয়ামী লীগ পরিবারের সদস্য। জাহাঙ্গীর কবির নানকের আপন ফুফাতো ভাই থেকে শুরু করে আব্দুল মালেক উকিলের নাতজামাই—সবাইকে হত্যা করা হয়েছে।” তিনি উল্লেখ করেন, নিহতদের অনেককে তিনি নিজে পিজিআর এবং এসএসএফ-এ নিয়োগ দিয়েছিলেন।
বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে লক্ষ্য করে বলেন, “সেই হত্যার তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা ও সাজা হয়েছে। এখন তিনি তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়ে সব উল্টে দিচ্ছেন।” তিনি প্রশ্ন রাখেন, তদন্ত যদি ভুল হয়ে থাকে, তবে তার দায়ভার জাহাঙ্গীর আলমকেই নিতে হবে।
এছাড়া বিডিআর বিদ্রোহের পুনঃতদন্তে যুক্ত সাবেক বিডিআর প্রধান ফজলুর রহমানেরও কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। অতীতে সীমান্তে একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় বিএসএফ সদস্য মারা যাওয়ার পর ভারত ক্ষিপ্ত হলে ফজলুর রহমানের ‘হাঁটু কাঁপা’ শুরু হয়েছিল। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কথা বলে তিনি ফজলুর রহমানের জীবন রক্ষা করেছিলেন বলে দাবি করেন।
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অভিযোগ
অডিও বার্তায় শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও অভিযোগ করেন। তিনি বলেন, “বিডিআর বিদ্রোহের দিন ভোর ৬টায় খালেদা জিয়া কেন বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন? কারণ তারেক জিয়া লন্ডন থেকে ৪৫ বার ফোন করে তাকে সরে যেতে বলেছিলেন।” এই বিষয়টি কেন তদন্ত করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


