মামা আজ গরীব বলে খুব সহজে আসছি সহজে চলে যাবো তা হতে পারে না!
.
মামা আমি তুমিও কুল্!
.
মামা আজ এখন থেকে শুরু হবে অন্য রকম এক যাত্রা!
.
মামা আমাদেরও আছে অনেক অনেক ফ্যান্টাসি! সত্যি এখনো আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়িতে রং চায়ের কাপে উড়িয়ে দেওয়া স্বপ্নটি....!
.
মামা এটা প্রকৃত জীবন
.
ও মামা এক্ষুণি সময় ঘুরে দাঁড়ানোর! চলে যাচ্ছে সময়! ক্যারি অন! ক্যারি অন!
.
কাল মরে গেলে কে আর মনে রাখবে যদি না থাকি কিছু মানুষের হৃদয়ে....!
.
মামা জাস্ট কিক্ এ স্টোন! কিক্ এ স্টোন! ক্রিয়েট এ পথ ফর এনেদার পিপল্!
.
মামাআআআআ.........!
.
ও মামাআআআ..........!
.
কান্না করে সময় কাটানোর জন্য এক জীবন বড় অসময়!
.
মামা রিয়েল লাইফ গোয়িং অন....!
.
সর্বকালের সেরা ব্যান্ড দল কুইনের কালজয়ী শিল্পী ফ্রেডি মার্কারি কন্ঠে 'বোহেমিয়ান র্যাপসোডি' ওরফে মামা গানটি প্রিয় হওয়ার কারণে মামা নিয়ে লিখতে ভালো লাগে! গানটি যখন থেকে শুনেছি তখন থেকে যে কাউকে মামা ডাকতেও ভালো লাগে!
.
ছোট্ট গল্পটি সেই মামার...!
.
জেমসের একটি জনপ্রিয় গান 'ঐ দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে....' গানটি হয়তো শুনেছিলেন কিন্তু কয়জন জানে সেটি কুইন ব্যান্ডের ফ্রেডি মার্কারির গানের বাংলা অনুবাদ!
.
কিন্তু তিনি ছিলেন বাইসেক্সুয়াল এবং অবাধ সেক্সের কারণে তিনি এইচআইভি(HIV) ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন!
.
নব্বইয়ের দশকে কুইন ব্যান্ডের প্রায় ২০ কোটি ক্যাসেট বিক্রী হয়েছিলো যা পৃথিবীর সার্বাধিক মিউজিক বিক্রয়ের মধ্যে তার অবস্থান প্রথম সারিতে....!
.
জনপ্রিয় মামার মৃত্যুর পর ভক্তরা ফ্রেডি মার্কারি ফনিক্স ট্রাস্ট গঠন করে এইডস বিষয়ক সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে!
.
সেই সময় ১৯৮১ সালে আমেরিকায় প্রথম এইডস রোগী ধরা পড়ে
.
জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা UNAIDS এর সর্ব শেষ পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সালের শেষ অবধি বিশ্বে তা বেড়ে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা তিন কোটি তেত্রিশ লক্ষ! ভাবা যায়!
.
শুনো মামা দুই হাজার সতেরতে তা চার/পাঁচ কোটি ছাড়িয়ে যাবে তা চোখ বন্ধ করে বলা যায়!
.
সংখ্যাটা আরো বেশী কারণ ফ্রেডি মার্কারি মারা যাওয়ার ৪৮ ঘন্টা আগে ভক্তরা জেনেছিলো সে এইচআইভি বহন করছিলো এতোদিন কিন্তু এই লজ্জা কেউ বলে না! তিলে তিলে মারা যায়!
.
তোমরা যারা এখনো মাস্তি করো তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পৃথিবীতে প্রতিদিন প্রায় সাত হাজার মানুষ নতুন করে এইডস আক্রান্ত হচ্ছে!
.
মামা! ও মামা!
.
এইডস আক্রান্ত রোগীকে যে ব্লেড দিয়ে শেভ করা হয় তা দিয়ে আপনাকে শেভ করালেও আপনি এইডস্ আক্রান্ত হতে পারেন!
.
এমনকি তার চিরুনি দিয়ে মাথা আঁচড়ালেও আপনি আক্রান্ত হতে পারেন!
.
সুঁই, রক্ত, বীর্য ইটিশ পিটিশ তো আছেই.......!
.
তবে মনে রাখতে হবে নব্বই শতাংশ এইডস্ রোগ ছড়াই যৌন সম্পর্কের মাধ্যমে...!
.
তবে মুসলিম দেশে এইডসের সংক্রমণ তুলনামূলক কম কিন্তু ধর্মীয় অনুশাসন কমে যাওয়ায় তা ও দিন দিন বাড়ছে!
.
আঠারো প্লাস কিংবা মাইনাসের বয়সকে বিভ্রান্ত হওয়ার বয়স বলা হয় এই প্রজন্মের দিকে খেয়াল রাখতে হবে শুনেছি তাদের চার পাঁচ ছয়টা গার্লফ্রেন্ড থাকে....!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



