বউয়ের কমন প্রশ্ন, জীবনে কয়টা প্রেম করেছেন?
বললাম, একটা করছিলাম মনে হয় । মনে পড়তেছে না । ও আচ্ছা মনে পড়েছে কোন একদিন আরেকটা মেয়ে বলেছিলো, প্রেম করবেন? তারপর, স্ট্রেট মা করে দিয়েছি ।
অতপর কেডিএস থেকে বাসায় এসে দেখি, বউ বাপের বাড়ি চলে গিয়েছে । কিচ্ছু বুঝলাম না কি হলো! পরে বাপের বাড়ি থেকে আনতে যাওয়ার সময় পুরাতন চ্যাটে চোখ বুলিয়ে দেখলাম, “স্ট্রেট না করে দিয়েছি” এর বদলে “স্ট্রেট মা করে দিয়েছি” লিখে ফেলেছিলাম ।
আপাতত বউ বাপের বাড়ি থেকে আনা যাবে মনে হচ্ছে না ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



