বহদ্দার হাট স্বাধীনতা কমপ্লেক্সের সামনে এক হিজড়া (তৃতীয় লিঙ্গ)সআমাকে ডেকে বললো, এই এই শুনছিস্ সুন্দরী তুই একটা সুন্দর বউ পাবি ।
.
ওকে আমি বুঝালাম, কথাটা হবে, এই সুন্দর তুই একটা সুন্দরী বউ পাবি ।
.
তারপর হাতে অদ্ভুত ভঙ্গিতে তালি বাজাতে বাজাতে বললো, দে না রে! বললাম, কি দিবো? সে বললো, দশ টাকা ।
.
পকেট হাতড়িয়ে ভাংতির খোঁজ করলাম । কিছু না পেয়ে বললাম, দেওয়ার কিছু নাই রে,
.
সে বললো, এই ছেলেএএ, কি বলিস । আমার তো দুটাই আছে! তোর একটাও নাই রে!
.
অবস্থা বেগতিক । সদ্য পকেটে ঢুকাতে থাকা মানি ব্যাগ আবার বের করে বললাম, ভাংতি নেই, এই নে একশ টাকা, নব্বই টাকা ফেরত দিস্ ।
.
সে একশ টাকা হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বললো, দোআ করে দিলাম, তুই আমার মতো একটা সুন্দর বউ পাবি /
.
বললাম, আপাতত নব্বই টাকা পেলে হবে । তারপর সে বললো, ওহ্ ভুল হয়ে গেছে, আমার মতো একটা সুন্দরী বউ পাবি ।
.
আমার শেষ সম্বল সেই টাকাটা, আমিও নাছোড়বান্দা, বুঝালাম, বাসায় যাওয়ার ভাড়া নেই,
.
সে ও আমার উপ্রে রেগে গিয়ে বললো, তুই আমার মতো সুন্দর এবং সুন্দরী একসাথে দুটো গুনের অধিকারী বউ পাবি ।
.
তারপর ধনুকের মতো বাঁকা হয়ে দাঁড়িয়ে বললো, আমি সুন্দরী না? আবার তীরের মতো সোজা হয়ে বলতে লাগলো, আমি সুন্দরও…./
.
আর ভাংতি চেয়ে লজ্জা দিস্ না বলে সে হাঁটা ধরলো ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



