প্রথম প্রেমের প্রস্তাবে মেয়েটি বলেছিলো, ‘প্লিজ প্রেম ট্রেম আমাকে দিয়ে হবে না ।’
.
অবশেষে কোন একদিন ছেলেটির জয় হলো । সত্যি প্রেমে পড়ে গেলো মেয়েটি ।
.
এরপর ক্লোজ আপ কাছে আসার গল্পে, ‘প্লিজ ডোন্ট টাচ মি! ঐ সব আমার একদম ই পছন্দ না!'
.
তারপর প্রথম স্পর্শেরও পরে, ‘স্পর্শ করছো ভালো কথা । মনে রেখে তুমি জোর করেছো বলে দিয়েছি বাট্ প্লিজ ডোন্ট কিস মি ।’
.
অতপর.... 'কপালে কিস করছো ভালো কথা লিপের দিকে নজর দিলে আমি কান্না করে দিবো !'
.
লিপ কিস হয়ে যাওয়ার পর, পরেরও পর
.
না না না আমার দ্বারা এসব কিচ্ছু হবে না ।
.
অবশেষে, সবকিছু হয়ে যাওয়ার পর, ‘তুমি একটা দুষ্ট বেয়াদব খচ্চর আমার জান প্রাণ মন…. ।
.
ব্রেকাপের পর গল্পটি এখানে শেষ হতে পারতো কিন্তু শেষ হইয়াও হইলো না শেষ ।
.
দ্বিতীয়ত মেয়েটি এক স্মার্ট ছেলের প্রেমে পড়েছিলো/
তৃতীয়ত মেয়েটি এক বাইকওয়ালারও প্রেমে পড়েছে ।
.
ডিএসএলআর থেকে শিল্পপতি কার প্রেমে পড়েনি বললে কিছুটা কম বলা হয়ে যাবে । কখনো না করতে পারে না মর্মে প্রতিবার সে প্রেমে পড়ে যায় ।
.
এভাবে জীবন চলছে তো চলছে ।
.
শেষে কোন একদিন মেয়েটির বিয়ে হয়ে গেলো একজন ব্যাংকারের সাথে
.
বাসর রাতে, 'বিয়ে করেছো ভালো কথা কিন্তু ডোন্ট টাচ মি! ওসব আমার দ্বারা হবে না বলে দিলাম ।’
.
নতুন বিসিএস ক্যাডার জামাই, ‘বউ তুমি কি লজ্জা পাচ্ছো ?’
'হুম'
.
ছেলেটি মনে মনে কহিয়া উঠিলো, 'আমি সারা জীবন পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছি বলে হয়তো এমন বউ পাইলাম ! এই বউ আমার সম্পত্তি নয় যেনো সম্পদ ।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৭