পাবলিক স্পিকিং বিশেষজ্ঞ রিচার্ড গ্রীন পৃথিবীর তামাম বিখ্যাত ব্যক্তিদের উপর গবেষণা করে একজন ভালো বক্তার সাতটি সিক্রেট গুণের কথা বলেছিলেন /
.
তার মধ্যে প্রধান তিনটি সিক্রেট হলো,
.
শ্রোতা আপনার কথা কেমন উপলব্ধি করছে তার একশ ভাগের মাত্র সাত ভাগ আপনার শব্দ উচ্ছারণের উপর নির্ভর করে ।
.
আপনার ভয়েস টোনের উঠা নামার উপর নির্ভর করে সে একশ ভাগের ৩৮ ভাগ উপলব্ধি করতে পারে ।
.
বাকী থাকে একশ ভাগের ৫৫ ভাগ তা নির্ভর করে আপনার অঙ্গভঙ্গির উপর ।
.
জাতির জনক বঙ্গবন্ধু থেকে শুরু করে আব্রাহাম লিংকন, রুজবেল্ট, কেরনাস্কি, বিল গেটস, জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন থেকে হালের ব্রিটিশ সংসদের সেরা বক্তা নির্বাচিত হওয়া টিউলিপ সিদ্দিক সবার মধ্যে উক্ত গুণগুলো ছিলো ।
.
এমনকি আরেক স্পিকিং বিশেষজ্ঞ প্রফেসর ব্রুস লয়েবস যিনি যুক্তরাষ্ট্রের আইডাহো স্টেট ইউনিভার্সিটিতে দীর্ঘ ৪৬ বছর ধরে ক্লাস নিচ্ছেন তিনি বলেছিলেন, 'হিটলার শিখেছিলেন কিভাবে কৌশলী বক্তা হওয়া যায়। যে কারণেই হোক, মানুষ তার বক্তৃতায় অনুপ্রাণিত হতো ।'
.
আজকের মূল আলোচিত বিষয় ‘অঙ্গভঙ্গির’ বিষয়টি আমি প্রথম বুঝেছি যখন সমাজ বিজ্ঞান অনুষদে অর্থনীতির অগ্রজ ক্যারিয়ন ভাইয়ের পরিচালনায় নবীন বরণ এবং প্রবীণ বিদায়ের জন্য জীবনের প্রথম মডেলিংয়ে অংশ গ্রহণ করতে গিয়েছিলাম ।
.
আমাকে বলা হয়েছিলো তুমি একটু লাফিয়ে স্টেজে আসবে তা শুনে আমি এতো জোরে লাফ দিয়েছিলাম তাতে স্টেজ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিলো । সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ছে আর আমি লজ্জায় গুটিয়ে যাচ্ছিলাম!
.
তারপর আমাকে বলা হলো তোমাকে দিয়ে এই পার্ট হবে না কারণ স্লো মোশনে লাফ দিলে ওটা হয়ে যাবে মডেলিং । আস্তে আস্তে হেটে আসতে হবে ।
.
মেয়েদের জন্য বেপারটা এমন, বাম পা ডানে দিবে! ডান পা বামে! এভাবে হাঁটতে থাকো কোমর সোজা রেখে পিছনে আমার দিকে তাকিয়ে ঝাঁক্কি দাও চুলে!
.
ঐখানে আরেকটা পার্ট ছিলো । সিনিয়র আপু ছিলো আমার পার্টনার । তার রোল ছিলো আলতো করে আমার গালে থাপ্পড় দেওয়ার ভান করবে এবং আমি মুখ আগিয়ে দিবো! আপুও আমার মতো নতুন সুতরাং আমি যতটুকু মুখ আগিয়ে দেওয়ার কথা তারচেয়ে বেশী মুখ আগিয়ে দিলাম আর আপু থাপ্পড়টি যতটুকু আস্তে দেওয়ার কথা ততটুকু জোরে দিলো তাতে আমার স্বাদের চশমাটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছিলো ।
.
বুঝলাম সবকিছুর একটা লিমিট আছে! ডোন্ট ক্রস দি লিমিট!
.
জীবনের প্রথম নাচন কুদন করতে গিয়ে তো একবার জায়েদ খানের মতো বন্ধুর ভাইয়ের বিয়ের স্টেজ ভেঙ্গে ফেলেছিলাম! দর্শক যদিও বুঝতে পারেনি তারা ভেবেছিলো ইহা একটি ক্যারেটে শো ।
.
সুতরাং শুধু বক্তব্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গভঙ্গির দক্ষ চালনা শিখা গুরুত্বপূর্ণ তা না হলে বিয়ের প্রথম রাতেই বউকে আলুভর্তা বানিয়ে ফেলবেন ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৯