কক্সবাজারের রামু উপজেলার মোস্তাক আহমেদ মুরগী বিক্রী করতেন আজ শত কোটি টাকার মালিক,
.
ভাগ্যের কি পরিহাস রাজাবাজার ও কলাবাগান এলাকার ডলিয়া এবং স্বপ্না আজ কোটি কোটি টাকার মালিক,
.
ভৈরবের রিক্সা চালক মনা সে ও কোটি কোটি টাকার মালিক বনে গেছে,
.
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির ড্রাইভার ইউছুপ সে ও আজ গরীব নেই কোটিপতি ক্লাবের মানুষ,
.
টেকনাফের পানবিক্রেতা করিম, বাস কন্টাকদার আমির, দিনমজুর শফিক পর্যন্ত কোটিপতি হয়ে গেছে,
.
কাভার্ড ভ্যান চালক শাহজাহানও কয়েক কোটি টাকার মালিক,
.
জহির নামে ছেলেটি মিস্ত্রী ছিলেন কিন্তু আজ তার টাকার হিসেব নেই,
.
পুলিশের গোয়েন্দা শাখার এএসআই ডিবি নাছির উদ্দিন সে ও ক্রোড় বনেগা কোটিপতি,
.
আনোয়ারার পারকি গ্রামের জলিল আহমেদ পেশায় জেলে ছিলেন কিন্তু আজ তিনিও কোটিপতি,
.
মোটর সাইকেলের সিঁটের নিচে একটি পুঁটলিতে আলাদীনের চেরাগ রাখতেন আজ তারাও কোটিপতি,
.
চট্টগ্রাম কালুরঘাটের ওমান ফেরত টেম্পো চালক ফারুক কি দোষ করেছে! কেনো সে গরীব থাকবে! সে ও কোটিপতি হয়ে গেছে,
.
সামান্য দিনমজুরের জীবন থেকে এখন নামে বেনামে কয়েকটি বাড়ি, ধনসম্পদ, ব্যাংক ব্যালেন্সের অধিকারী নারায়নগঞ্জের রোকসানা!
.
চট্টগ্রাম নগরীর হালিশহরের দানবীর খ্যাত আশরাফ আজ সে আর সেই কর্পদকহীন মানুষ নেই,
.
দিনমজুরের ছেলে কোটিপতি,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও খোঁজ করলে শূন্য থেকে কোটিপতি হওয়ার এমন অনেক গল্প পাওয়া যাবে!
.
এগুলো সব এক বিংশ শতাব্দীর বাস্তব গল্প!
.
কোটিপতি হওয়ার জন্য কত দেশ কতকিছু করে ডিসকভারি চ্যানেলে 'গোল্ড রাশ' পোগ্রামে দেখি কত কষ্ট করে সোনার সন্ধান করে,
.
কোটিপতি হওয়ার জন্য ডেল কার্নেগি, শিব খেরা, পি জে শার্টজ, এরিক টামাস, লেস ব্রাউন, টনি রবিনস, নিক বুজিক, জিগ জিগলার, জিম রন, রে লুয়িস, আরনল্ড, জ্যাক কেনফিল্ড, ক্রিশ গার্ডনার, মিঃ ব্রেইনরা স্বপ্নবাজ মানুষদের আনুপ্রেরণার উপ্রে রাখে,
.
হালের অমিতাভ বচ্চন ক্রোড় বনেগা কোটিপতিতে কত্ত কঠিন কঠিন প্রশ্ন করে,
.
জ্যাক মা আলী বাবা ডট কম বানায় তো বেজোস্ অ্যামাজন ডট কম নিয়ে এগোয়,
.
বিল গেটস মাইক্রোসফট নিয়ে গবেষণা করে তো ঐ দিকে অ্যাপল নিয়ে গবেষণা করতে করতে স্টিভ জবসের চুল চলে গেছিলো,
.
কিন্তু কি এমন আশ্চর্য প্রদীপ বাংলাদেশে এলো যার বদৌলতে ফকির থেকে শুরু করে দিন মজুর সবাই রাতারাতি কোটিপতি হয়ে গেছে কিংবা যাচ্ছে,
.
দেখেছি ময়লা বাবা! কয়লা বাবা! কলা বাবা! ধলা বাবা! ল্যাঁংটা বাবা! কত বাবার কাছে মানুষ যায় আর্থিক অবস্থা উন্নতির জন্য!
.
সেদিন একজন বললো, সব বাবা ফেইল! দেশে বাবার বাবা এসে গেছে! ইয়াবা বাবা!
.
আর্থিক অবস্থা দুর্বল? মাত্র এক ফাইল চোরা চালানেই সমাধান!
.
বাংলাদেশের বিদ্যমান আইন দিয়ে কি আপনি বাবার বাবাকে দমন করতে পারবেন?
.
ক্রস ফায়ার কেনো সমাধান হবে না?