চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে গেলাম! দোকানদার বললো, ভাই পঞ্জাবী আছে। এই ঈদের নতুন কালেকশন হলো সারজিস পাঞ্জাবী। একদম সাদার মধ্যে কলারটাতে হালকা কাজ করা।
জিঞ্জেস করলাম, হাসনাত পাঞ্জাবী নেই? পাশ থেকে একজন বললো, থাকবে না কেনো?
মনে মনে ভাবলাম, 'মামু আজ তোমারে পাইছি। ভন্ডামি করার জায়গা পাও না! সে তো জার্সি গায়ে ঘুরে'।
দোকানদারকে বললাম, তাড়াতাড়ি হাসনাত পাঞ্জাবী বের করো।
সে অনেকক্ষণ খুঁজে XXXL একটা জার্সি বের করে দিয়ে বললো, ভাই এটা হাসনাত পাঞ্জাবী ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




