আহারে জীবন…
তিনি ছিলেন একজন বিস্ময়কর মেধাবী মানুষ। সাব-রেজিস্টার, সহকারী কমিশনার (ভূমি), সহকারী পুলিশ সুপার (ASP)—প্রতিযোগিতামূলক প্রথম শ্রেণির একের পর এক চাকরিতে সফল হয়েছিলেন। জীবনের তথাকথিত সাফল্যের কোনো ঘাটতি ছিল না। সম্মান, পদ, আর্থিক নিরাপত্তা—সবই ছিল তাঁর করায়ত্ত।
তবুও একটি জিনিসের অভাব তাঁকে প্রতিনিয়ত গ্রাস করছিল—পারিবারিক শান্তি।
এই অভাবটাই হয়তো একসময় তাঁকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়েছিল। একসময় সেই অভাবই তাঁকে এমন এক সিদ্ধান্তে পৌঁছে দিলো, যেখানে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তলই হয়ে উঠল নিজের শেষ যাত্রার সঙ্গী। RAB-এ কর্মরত সেই মেধাবী এএসপি পলাশ শাহা আর নেই।
মানুষ বাহিরের শত্রুর সঙ্গে লড়তে পারে, পরিশ্রম করে পাহাড়ও টলাতে পারে। কিন্তু নিজের পরিবারের অশান্তি, আপনজনের তুচ্ছতাচ্ছিল্য, অবহেলা আর অপমান—এসব তাকে ধীরে ধীরে গুঁড়িয়ে দেয়। একজন পুরুষ সারাদিন বাইরে হাড়ভাঙা খাটুনির পর মাস শেষে স্যালারি এনে দেয় পরিবারের জন্য, কিন্তু সেই স্যালারির বিনিময়ে সে কিনে নেয় কেবল অভিযোগ আর দ্বন্দ্ব?
সব দিয়ে দেয়ার পরেও শান্তি মেলে না কেন?
এএসপি পলাশ শাহার করুণ পরিণতি কেবল একটি মৃত্যু নয়, এটি সমাজের প্রতি একটি নীরব আর্তনাদ—একজন পরিশ্রমী, দায়িত্বশীল পুরুষও একসময় ক্লান্ত হয়ে পড়ে, ভেঙে পড়ে। বুঝতে হবে, পরিবার শুধু অর্থের চাহিদা মেটানোর জায়গা নয়, এটি হওয়া উচিত শান্তি ও ভালোবাসার আশ্রয়।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ রাত ৮:৩৫