"সবাইকে সালাম, আশা করি ভালো আছেন সবাই।
গতকাল থেকে, একটা বিষয় ব্লগে হালকা-পাতলা আলোচনা হচ্ছে—যে আমি “ সত্যপথিক শাইয়্যান” উনার মাল্টি
সত্যিটা হলো, আমি উনার মাল্টি না। দুই দিন আগে উনার একটা নোটিশ দেখে আমি ভীষণ মজা পেয়েছিলাম। এরপর থেকেই উনার সব পোস্টে আমি কমেন্ট করা শুরু করি। পুরো ব্যাপারটাই ছিল দুষ্টুমি।
গত রাতে, এক পোস্টে কুতুব ভাইও জিজ্ঞেস করেছিলেন। আমি উত্তর দিয়েছি। আজকে সত্যপথিক শাইয়্যান উনার কিছু পোস্ট আর কিছু ব্লগারের ধারণা হয়েছে আমি সত্যপথিক শাইয়্যান উনার মাল্টি। আমি উনার মাল্টি না
আমি যেহেতু কিছু লিখি না, শুধু পড়ার জন্য আসি, মাঝে মাঝে কিছু মন্তব্য করি। আমার মন্তব্যে কারও মনে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমাকে এখানেই নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। তবে সেটা হতে হবে মার্জিতভাবে।
আরেকটা খবর, স্যার জেনারেশন একাত্তর—আমাকে বান* মেরেছিলেন তাঁর ব্লগ থেকে। সেই বান* খাওয়ার পর আমি কুতুব ভাইয়ের দুয়ারে গিয়ে অনুরোধ করি, উনি দয়া করে বান* তুলে নেন। জেনারেশন স্যারকে আমি ধন্যবাদ জানাই।
সেরকম এক বান* মেরেছিলেন, স্যার।
সত্যপথিক শাইয়্যান স্যারের ভাষায়—সবাইকে শুভেচ্ছা নিরন্তর।
এই লেখাটা যদি কপিরাইটে আবার সত্যপথিক শাইয়্যান স্যার নোটিশ মারেন, তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন।
সত্যপথিক শাইয়্যান স্যার
অ্যাকশন! অ্যাকশন! ডাইরেক্ট অ্যাকশন! নোটিশ মেরে সবগুলোরই দৌড়ের উপর রাখতে হবে ।
আশা করি সবার ভুল ভেঙেছে। ভালো থাকবেন সবাই।
আবারো বলছি, আমার মন্তব্যে কারও মনে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমাকে এখানেই নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। তবে সেটা হতে হবে মার্জিতভাবে।
ভালো থাকবেন সবাই।
* ব্যান /ban
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



