খুবই হালকা একটা দুঃখ নিয়ে এই পোস্ট তা লিখলাম , হালকা দুঃখ টা হলো, আমারে বান মারসে "সামু" .. কিসের জন্য বান খাইলাম, তাহা জানি না , আমার ধারণা "মেঘনা " আফা কমপ্লেইন মারসে। সম্ভবত উনি আমাদের প্রিয় হারপিক মজুমদার এর আত্মীয়। যাই হোক আরেক টা হতে পারে আমার প্রিয় ষাঁড় "সত্যপথিক শাইয়্যান" রে নিয়ে মজা করসি। সেটি বড় কথা না, বড় কথা হলো , এক জন আমাকে খুবই বাজে ভাবে ভুল বুজেছে , উনি " জনারণ্যে একজন" আমি জানি না উনি ভাইয়া নাকি আপু , উনার জন্যই এই লেখা।
ভাইয়া / আপু , যদি আপনি পড়েন আমার এই লেখা আপনাকে কিছু জিনিস বলি।
আপনি সম্ভবত আমার আগের লেখা গুলো পড়েন নাই , আমি সব লেখা তে ওই হাফ লেডিস ষাঁড় কে insult করেছি। কারণ আপনি আসলে সত্য , ওই তা পুরাই ধান্দাবাজ। আপনি ওই হাফ লেডিস ষাঁড় কে খুবই হালকা কথা বলেছেন , আর ওই মদনা , নোটিস মারসে। সত্যি বলতে কি, ওই মদনা র নোটিস দেখে আমি হাসতে হাসতে শেষ , তার জন্য আপনার নাম নিয়ে ওই হাফ লেডিস কে পচানোর চেষ্টা করেছি। আপনি হয়তোবা বুজতে পারেন নি।
ব্লগ এর সবাইকে বলছি, খুব সাবধান এই টাইপ আর টাউইড দের থেকে । সবসমই একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ এ ১৭ কোটির উপর মানুষ , যদি সবাই মাত্র ১ টাকা করে দেয় তাহলেই আপনি কোটিপতি। তাই অনেক টাউড দের কাছে, ১ টাকা মানে অনেক টাকা।
সর্বশেষ , একটা কথা বলি , বান আর উপর ঔষুধ নাই, আমারে এমন বান দিসে , পুরাই ব্লগ ছাড়া করে দিসে। এই সব বান যাদের জন্য দরকার, তাদের না দিয়ে দিসে, আমার মতো এক মাসুম বাচ্ছা কে।
" জনারণ্যে একজন" আপু / ভাইয়া দয়া করে আমাকে ভুল বুজবেন না। সবাই ভালো থাকবেন। আপনার জন্য কিছু পিকচার রেখে গেলাম কমেন্ট এ। আবারো বলছি আমাকে আপনি ভুল বুজবেন না
যেহেতু এই তা আমার শেষ পোস্ট , আবার প্রথম পেজ ও প্রকাশ হবে না , তাই লাইক শেয়ার দিতে ভুলবেন না।
অনেকে আত্মহত্যার আগে চিরকুট রেখে যায়। আমি ও ব্লগ ছাড়ার আগে একটা চিরকুট রেখে গেলাম। " আমার ব্লগ ছাড়ার পিছনে কেউ দায়ী না , বিদায় হে ব্লগ বাসি বিদায়।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




