
শোষকেরা তার শরীর থেকে চুষে নিতে চাই সমস্ত রক্ত।,সেই পথ ধরেই আগ্রাসী ভারত ফারাক্কার পর এবার টিপাইমুখ বাঁধ নির্মান করতে চলেছে। শুধু বোমা কিংবা গুলি করলেই আকান্ত হয় না, টিপাইমুখ বাঁধ আমাদের জন্য শ্লো পয়জন। ভারতীয় এই আগ্রাসন রুখতে সোচ্চার হোন।
তোমার আমার ঠিকানা “পদ্মা-মেঘনা-যমুনা”। পদ্মা-মেঘনা-সুরমা-যমুনা জীবনে আমার, মরনে আমার এই এইতো ঠিকানা। এই ঠিকানা হয়ত আর বেশী দিন থাকছে না। আর কি দেখব না রুপবতি মেঘনাকে।

বিপন্ন হতে যাচ্ছে আমাদের অস্তিত্ব। দুর্ভাগ্যের বিষয় এই ব্লগে এখন পর্যন্ত কোন উদ্যোগ দেখা গেল না। অনুরোধ করব আপনারা চেইন মেইল তৈরী করতে, দেশ ও দেশের বাইরে সবাইকে জানাতে হবে বিষয়টি। বিদেশী বন্ধুদের বোঝাতে হবে বাংলাদেশ প্রথম আক্রান্ত হলেও এটা সারা বিশ্বের পরিবেশের জন্য হুমকি। খোদ ভারতেই এই বাঁধ রুখতে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন, সেখানে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।

Click This Link
Click This Link
Click This Link
ফেসবুক গ্রুপ Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮