১লা বৈশাখের মঙ্গল শোভা যাত্রার মত কুফা জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এই যাত্রা শুরুর পর থেকেই শুরু হয় যত অশুভ। শুরু হয় বর্ষবরণের দিনে নারী লাঞ্ছনা দিয়ে এরপর পত্রিকার পাতা ভরে উঠে ঝড়ের ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে। তীব্র ঝড়ে দেয়াল চাপায় --- জন নিহত, বজ্রপাতে --- জন নিহত, প্রচুর ঘর-বাড়ি বিধ্বস্ত ইত্যাদি। এরকম একটা অশুভ সময়কে এতো আয়োজন করে বরন করে যে বাঙ্গালি তারা দুঃসাহসী নাকি আহাম্মক?
ঐতিহ্যগত ভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।
ঐতিহ্য যদি বদলানোই হলো তখন বছর গণনা ১লা বৈশাখ বাদ দিয়ে ১লা ফাল্গুন, ১লা আষাঢ় করা হলে ভালো হত। একটা সুন্দর সময় দিয়ে বছর শুরু হতো আর মঙ্গল শোভা যাত্রা'র ইজ্জতটাও বাঁচতো।
ফিরে দেখা গত বৈশাখ-১৪২২






সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


