সিনেমাজ্ঞরা বলে সমসাময়িক সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে চলচ্চিত্রের মাধ্যমে। একদা সময় ছিল যখন রিফ্রেশমেন্টে মানুষ যেত কক্সবাজার সমুদ্র সৈকতে। সিনেমাতে তার প্রতিফলন যথার্থয় দেখেছি, নায়ক/নায়িকা বা তাদের বাবা-মা কেউ অসুস্থ হলে ডাক্তারের পরামর্শে হাওয়া বদল করতে কক্সবাজার পাঠানো হতো এরই মধ্যে সিনেমার কাহিনী মোড় নিত ভিন্ন দিকে। আকাশ পথের প্রসার, মানুষের আর্থিক উন্নতির সাথে সাথে এই যাত্রা কক্সবাজার থেকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় রুপ নিয়েছে। এই পরিবর্তন চলচিত্র নির্মাতারাও রপ্ত করেছেন স্বাভাবিক ভাবেই।
কিন্তু কয়েকটি বিষয়ে সমাজ বদলে গেলেও এখনও চলচিত্র নির্মাতারা তা গ্রহন করতে পারেননি;
সিনেমায় নায়ক/নায়িকা স্মৃতিশক্তি হারনোর পূর্বে সড়ক দুর্ঘটনা অথবা ভিলেন কর্তৃক মাথায় রডের বাড়ি খাওয়ার একটা ব্যপার ছিল। এক সময় বাস্তবের ঘটনা প্রবাহ হয়ত তেমনি ছিল। বর্তমান সিনেমাতে স্মৃতিশক্তি হারনো বিষয়ক পরিবর্তন দরকার। বর্তমান নিয়ম হলো সাদা পোশাকধারী কর্তৃক কিডন্যাপ হওয়ার পর স্মৃতিশক্তি হারাবে, গভীর রাতে কোন এক এলাকা্য উদভ্রান্ত অবস্থায় অবস্থায় বলে বেড়াবে- আমি কে? তোমরা কারা? রিজার্ভ কি? ইত্যাদি।

আগে সিনেমার শেষ দৃশ্যে দেখা যেত রাগে ক্ষোভে নায়ক ভিলেনেক গুলি করতে উদ্যত হয় ঠিক তখনি পুলিশ এসে হাজির "থামুন আইন নিজের হাতে তুলে নেবেন না"। একটা সময় আমাদের সামাজিক অবস্থা হয়ত তেমনি ছিল। বর্তমান সিনেমা দৃশ্য কেমন হয়া উচিত যখন পুলিশ নিজেই অন্যের হাতে আইন তুলে দেয়.............

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


