ছোট্ট মফিজ কাঁদতে কাঁদতে বাসায় এলো। দরজা খুলে দিলেন তার বাবা।
মফিজঃ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ, আব্বা আমি লাত্থি খাইসি।
বাবাঃ (চিৎকার দিয়ে )কার এত বড় সাহস, আমার পোলারে লাত্থি মারে। কখন, কী কারণে তোরে লাত্থি দিলো।
মফিজঃ তুমার মুবাইলে ক্ল্যাশ অব ক্ল্যান একটা গেম খেলি। আমি আবুলের ক্ল্যানে আসিলাম। আইজ ওয়ারে হারসি বইল্লা লিডার আবুল আমারে ক্ল্যান থেইক্কা লাত্থি দিয়া বাইর কইরা দিসে, (আরো জোরে চিৎকার দিয়ে) অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ আব্বাআআআআআআআআআআআআ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৬