জামাতীদের অস্বস্তি শুরু হয়েছে লেজেহোমো এরশাদকে চারজোটে জামাই আদর দিয়ে নেওয়ার পর থেকে। এতে জামাতীরা জোটের ক্রিটিকাল অংশীদার হিসেবে তাদের গুরুত্ব ও দরকষাকষির সুযোগ অনেকটুকু হারায়। আজকের দৈনিক জনকন্ঠ জানায়, ধর্মীয় সন্ত্রাসী শক্তি হিসেবে জামাতের আন্তর্জাতিক সম্পৃক্তির নিয়ে একটি গবেষণাপএ সেপ্টেম্বরের 30 তারিখে নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশ পেয়েছে। জামাত কোন গণতান্ত্রিক দল নয়, এটি হচ্ছে ধর্মভিওিক রাজনৈতিক সন্ত্রাসী দল। যুদ্ধাপরাধের জন্য জাতির কাছে তাদের দায়বদ্ধতা ও ঋণ সত্যি অপরিশোধ্য।
জামাতীদের এই অনাহুত লাইমলাইটের জন্য যথেস্ট খেসারত দিতে হচ্ছে। লন্ডনে আসা সাঈদীর অপকর্ম নিয়ে সেখানকার মিডিয়া সোচ্চার হওয়ার পর থেকে তাকে লেজ গুটিয়ে পালাতে হয়। সমপ্রতি জামাতী নেতা নিজামী নির্বাচন উপলক্ষে লন্ডনে এসেও খুব বিব্রতকর অবস্থায় পড়েন। নির্বাচন উপলক্ষে জামাতীরা বিদেশে ইয়ানতের (চাঁদা) সন্ধানে সফর করে বেড়াচ্ছেন। নিজামী লন্ডনে ছেলের বিয়ে দিতে এসেও খুব সুবিধা করতে পারেননি। তার বক্তৃতার স্থানটিতে পুলিশের অতি আনাগোণা বেশ সন্দেহ ও উৎকন্ঠার জন্ম দেয়। লন্ডনে বেড়াতে আসা গো আযমকে মোটামুটি গা ঢাকা দিয়েই থাকতে হয়েছে। সমপ্রতি বৃটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার জামাতী নেতাদের যুদ্ধাপরাধ বিষয়ক অভিযোগ নামাটি বৃটেনের বিচার বিভাগের কাছে পাঠাতে বাধ্য হন। বাংলাদেশে বৃটিশ রাস্ট্রদূত সমপ্রতি সাঈদীর ব্যাপারে বলেন যে, তাকে নতুন করে বৃটিশ ভিসা দেওয়া হয়নি। তবে বৃটিশ সরকার গো: আযম, নিজামী ও সাঈদীর [link|http://www.dailyjanakantha.com/0101006/p1/html3|jۇb cևek wb
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৬ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



