সম্প্রতি জরুরী ভিওিতে 4 জন উপদেস্টার নিয়োগ দেওয়া হয়েছে রাস্ট্রপতি কাম প্রধান উপদেস্টার অফিসে। যারা এই কর্মখালির নোটিশে আবেদন জানাতে পারেননি, তাদের সুবিধার জন্য নোটিশটি আবারও ঝুলিয়ে দেওয়া হলো। নিজেদের অবস্থান ও বায়ো ডাটা ধুয়ে মুছে পরিস্কার করে রাখুন, ভবিষ্যতে যে কোন সময়ে কাজে লাগতে পারে।
উপদেস্টা: জরুরী ভিওিতে নিয়োগ। রাস্ট্রপতির নীচে বসে কাজ করতে হবে। উদ্দেশ্য গণতন্ত্র ধ্বংস করা ও দূনীর্তিবাজ রাজতন্ত্রকে বহাল রাখা।
দায়িত্ব:
(1) রাস্ট্রপতি ও নির্বাচন প্রকৌশলী বিভাগের সাথে অন্ধের মতো কাজ করা।
(2) যোগ্য মোসাহেবদের নির্বাচন প্রকৌশল বিভাগে নিয়োগ ও বহাল রাখা।
(3) আপোষহীন ও একগুঁয়েভাবে কাজ করা যাতে অন্য দলগুলো নির্বাচনে অংশ না নেয়।
(4) হাওয়া ভবনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা।
(5) রেডিও টেলিভিশনে উস্কানিমূলক ও সুড়সুড়ি মন্তব্য দিয়ে লোক হাসানো।
যোগ্যতা:
(1) সংবিধানের অপব্যাখ্যা দিতে পারদশর্ী হতে হবে। (2) অবলীলায় মিথ্যে বলা ও সত্যের ভগ্নাংশ করতে জানা।
(3) তোষামোদী ও লেজুরবৃওিতে উচ্চতর ডিপ্লোমা।
(4) রাজাকার আলবদর -জামাতী-জাতীয়তাবাদী শক্তির প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্য।
(5) ষড়যন্ত্র্রে উচ্চতর ডিগ্রীর সনদপএ।
(6) রাজাকার-জামাতী-জাতীয়তাবাদী গেজেট অফিসারদের কাছ থেকে চরিএের প্রত্যয়ন পএ।
(7) বাংলা না পারলেও উদর্ু বলতে ও লিখতে পারা অপরিহার্য।
(8) বিদেশী বই অবলম্বনে চোরাই বই লিখতে পারার ক্ষমতা।
আপনি যদি যোগ্য প্রাথর্ী হোন, তাহলে বায়ো ডাটা নিয়ে লাইনে দাঁড়ান। যে কোন সময়ে ডাক আসতে পারে।(ক্লোজআপহাসি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


