জ্বী না। এটা মানতে পারলাম না।
কুষ্টিয়ার সেই যুবদল নেতাকে বলছি, ফেইসবুক থেকে এই পোষ্ট সরান। এসব কর্মকান্ড আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করছে। আপনারা কিছুই করেন নি, দেশ স্বাধীন করেছে আমাদের বাচ্চারা।
এটা কোন অসভ্য দেশ না। আইন হাতে নিয়ে যা ইচ্ছে তাই করা যাবে না।
আওয়ামীলীগ গত ১৬ বছর যা করেছে অবশ্যই জঘন্য কাজ করেছে। বর্বরোচিত কর্মকান্ড চালিয়েছে। যাকে খুশী তাকে মেরেছে, গুম করেছে, বোনদের রেপ করেছে। মতের মিল না হলেও সরিয়ে দিয়েছে।
তাই বলে এখন আমরা এসব শুরু করলে ওদের সাথে আমাদের পর্থক্য কোথায়?
আসুন বর্বরতা কে না বলি।
ধৈর্য্য ধারন করি।