
পৃথিবীর অনেক মানুষ এমনকি বেশিরভাগ আমেরিকানই ঠিকমতো জানে না নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড আর ম্যানহাটন—এই চারটার পার্থক্য কী। সবাই প্রায় একই জিনিস ভেবে নেয়, কিন্তু আসলে এদের মানে আলাদা। স্টেট অফ নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের ৫০টা অঙ্গরাজ্যের (স্টেটের) একটি। এই অঙ্গরাজ্যের ভেতরে আছে নিউ ইয়র্ক সিটি। অর্থাৎ নিউ ইয়র্ক সিটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একটা ছোট্ট একটা অংশ মাত্র।
স্টেট অফ নিউ ইয়র্কের আয়তন 141,300 km²
গণপ্রজান্ত্রী বাংলাদেশের আয়তন 148,460 km²
পার্থক্য 7,160 km² (নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের যদি সোয়া সাত হাজার বর্গ-কিলোমিটার জমি বেশী থাকতো তাহলে তারা সাইজে বাংলাদেশেরও বড় হত।)
নিউ ইয়র্ক সিটির আয়তন 830 km² মাত্র।
আবার এই ছোট্ট নিউ ইয়র্ক সিটি বানানো হয়েছে ৫টা অংশ নিয়ে—ব্রঙ্কস, ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স আর স্ট্যাটেন আইল্যান্ড। প্রতিটি অংশ স্বাধীন শহর হিসেবে চলে, কিন্তু সবগুলো আবার একসাথে নিউ ইয়র্ক স্টেটের অধীনে যার রাজধানী হলো আলবেনি। নিউ ইয়র্ক সিটি থেকে আলবেনির দুরত্ব প্রায় ১৬০ কিলোমিটার, যেখানে গাড়ি নিয়ে যেতে প্রায় তিন ঘন্টা লাগে।
আরো আছে, আসল বিভ্রান্তি হয় লং আইল্যান্ড নিয়ে। ব্রুকলিন আর কুইন্স আসলে লং আইল্যান্ডে পড়েছে। কিন্তু যখন স্থানীয়রা “লং আইল্যান্ড” বলে, তখন সাধারণত ব্রুকলিন আর কুইন্স বোঝায় না। বরং শহরের বাইরে থাকা এলাকা বোঝায়, যেমন নাসাউ আর সাফোক কাউন্টি।
অন্যদিকে, ম্যানহাটনও একটা দ্বীপ, কিন্তু এটা লং আইল্যান্ডের অংশ নয়। ম্যানহাটন হলো শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা—যেখানে ব্যবসা-বানিজ্য, সংস্কৃতি আর ট্যূরিষ্টদের জন্য সবকিছু আছে। বিখ্যাত টাইমস স্কয়ার আর সেন্ট্রাল পার্কও এখানে।
মোদ্দা কথা, নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ট্যূরিষ্ট স্পট ঘুরে এসে কেউ যদি বলে আমি নিউ ইয়র্ক ঘুরে এসেছি, সেটা সঠিক হবেনা ।
বলতে হবে, "আমি নিউ ইয়র্ক সিটি ঘুরে এসেছি। "
(অনেকেই ভাবে আমেরিকায় ৫২টা স্টেট আছে। আসলে সেটা ভুল। পুয়ের্তো রিকো আর ওয়াশিংটন, ডি.সি যুক্তরাষ্ট্রের অংশ, কিন্তু অঙ্গরাজ্য নয়।)
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


