তুমি যত দুর্মর
আমি ততো দুস্তর পারাবার।
তুমি যত কঠিন,কঠোর,দুর্বার
আমি ততো নিঃস্ব,নিঃসঙ্গ কারাগার।
তুমি যত গুম-ধুম-আড়াল সরোবর ।আমি ততো বোহেমিয়ান মাতাল যাযাবর।
তুমি যতো হিংস্র,পাষাণ,পাথর।
আমি ততো সন্ত্রস্ত,ভীত,অসহায় কাতর।
তুমি যত ভাবহীন,নিঃঝুম,কুটকুটে গহীন।
আমি ততো বিভ্রান্ত,দিশেহারা,হাহাকার কঠিন।
তুমি যত নিঃসঙ্কোচ,নিরাবরণ,বেপরোয়া দুর্গম।
আমি ততো বিমুগ্ধ বেদনা,বিধুর জখম।
তুমি যতো চন্দ্র সূর্য নক্ষত্র রাজি।
আমি ততো ক্ষুদ্র আকিঞ্চন একবিন্দু বালুকা রাশি।
তুমি যত উন্মাদ উত্তপ্ত চিতা।
আমি ততো বরফ কঠিন শীতার্ত উনুন।
তুমি যতো খুনি
আমি ততো খুন।
তুমি যত বড় খুনি।
আমি ততো বড় খুন
ততোভাবে ততো খানি খুন।।

সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



