আজ একজন গ্রাহক টাকা তুলতে এসেছেন। উনি আমার রেগুলার কাস্টোমার।চেক নিয়ে যথাযথভাবে ইনপুট দিয়ে আবার চেক রিভিউ করতে গিয়ে দেখি এক লক্ষ টাকা লিখা।কিন্তু আমি ভুলবশত দশহাজার টাকা ইনপুট দিয়েছি।জিনিসটা দেখার পরও আমি কয়েকবার গুনে গুনে দেখলাম ১ এর পর ঠিক ৫ টা শূণ্যই আছে না কি ৪ টা।ভালো করে দেখার পর চেক থেকে লোকটার মুখের দিকেও আমার অজান্তেই আমার চোখজোড়া চলে গেলো কয়েকবার।বিষয়টা এমন যে,উনি কেনো ১ লক্ষ টাকা উঠাতে যাবেন।উনিতো হার মানথ্ নিয়ম করে দশ হাজার টাকা করে তোলেন।
যাহোক,আমার এ ভুল কঠোর ভাবে একটা বিষয়কে নির্দেশ করে যে,খেটে খাওয়া মানুষরা কত কঠিনভাবে বেঁচে আছে আর আমরা তাদেরকে নিয়ে কি ভয়াবহ একটা সাধারণীকরন করে ফেলেছি।তাদেরকে আমরা একভাবে দেখে অভ্যস্ত হয়ে গেছি।তাদেরকে একরকম ভেবে বসে আছি। আর এজন্যই গরীব ঘর থেকে উঠে এসে একটা ছেলে বড় অফিসার হলে পরে আমাদের নাক কাটা যায়।
যাহোক আজকে দেখেশুনে যখন বুঝে গেলাম উনি ঠিকই ১ লক্ষ টাকা উঠাবেন তখন মনে মনে বিজয়ের হাসিটা খুব করে হেসে নিয়েছি।মনে মনে বলে সেরেছি যে আমরাও পারি!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



