
হিরো আলম মার খেলেন, ডিএমপি কমিশনার এখন কী করবেন।
৪ জুলাই নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলার বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অন্যদের সঙ্গে বসেছিল। আড়াই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ১০০ ভাগ গ্যারান্টি দিলাম। আপনারা ১৭ তারিখের নির্বাচন দেখেন। আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কি না। যদি না পান, তখন আমাকে বইলেন। তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।’" - প্রথম আলো।
"ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম মার খাচ্ছেন, সাপ বা জন্তু-জানোয়ারকে পেটানোর সময় কিছু মানুষের যে দেহভঙ্গি দেখা যায়, সেই একই কায়দায় নৌকার ব্যাজধারী লোকজনকে দেখা গেল তাঁর ওপর চড়াও হতে। তাঁরা হিরো আলমের সাদা পাঞ্জাবি ধরে টানছেন, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, লাথি মারছেন, মাথার ওপর ধরেছেন উঁচু লাঠি। হিরো আলম ছুটে রিকশায় ওঠার চেষ্টা করলেন, ধাওয়া খেয়ে রিকশা থেকে নেমে আবার দৌড়। এরপর তিনি একটি হাসপাতাল থেকে লাইভ দিয়েছেন।" - প্রথম আলো।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএমপি কমিশনারকে খুঁজতে শুরু করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। তাঁরা ডিএমপি কমিশনারের নাকে খত দেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। ডিএমপি কমিশনার এখন কী করবেন? তিনি কি ‘ইনার কর্ডন’–এর দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও সহযোগীদের ওপর দায়িত্ব চাপিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি তাঁদের নেতা হিসেবে নিজেই দায়িত্ব নিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন? - প্রথম আলো।
এখন আসি আমার কথায়, আসলে চোরে চোরে মাশতত ভাই। এই দেশের রাজনৈতিক ব্যক্তিরা একেজন চোরদের প্রধান শিক্ষক। আর পু-লিশ (পুলিশ)রা হল একেকজন ডিপার্টমেন্ট প্রধান। তাদের উপর কথা বললে জীবনের আয়ুতে পাশ করা ত অনেক দূরের কথা ফেইল নিশ্চিত।
তাদেরকে আমি কু-কু-জাত বলে আলাদা একটা জাতিতে সরিয়ে দিতে চাই। তাতে অন্তন মধ্যবিত্ত আর গরিব মানুষগুলি দু-বেলা শান্তিতে দু-মুঠো ভাত খেতে পারবে।
হিরো আলম যে পালিয়ে গেছে ভাল করেছে। সে মারা মারি করার চেষ্টা করেনি। বুঝতে পারলাম সে যেমনই হোন তার ভিতর এখনো ভাল মানুষের বাতাস আছে।
সাধু সাধু হিরো আলম।
তবে ভাই আমাকে অন্তত আপনারা একটা খবর দিয়েন যে আমাদের ডিএমপি কমিশিনার নাকে খত দিছে কি না............
(লোকটার একটা ছবি দিয়েন। আমি ভাই লোকটাকে চিনিনা। তাই এখানে ছবি ব্যভার করিনি। খুব ইচ্ছা ছিল। একটা ছবি দিলে পোষ্টে টাংগাইয়া দিমু।)
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



