ফটোমিস্ত্রীঃ ফেনা
আজ কয়েকটা দিন সামুতে মোটামুটি নিয়মিত আছি। বলা চলে ভালই সময় দিচ্ছি। তবে একটা বিষয় আমার চোখে পড়ল যা আমাকে খুশি দেয়নি। আগে ব্লগের যে প্রাণ ছিল এখন সেই প্রাণ দেখছি না। কেমন যে মরুতে একটু বাতাস পাওয়ার মত অবস্থা। অনেক পরে পরে একটা পোষ্ট আসে। আবার সকল পোষ্ট পড়া আর তাতে মন্তব্যের বিষয়টাও বেশ নাজুক। সবাই এখানে বলে থাকেন যে এটা একটা উন্মুক্ত প্লাটফর্ম। তবে ব্যন আসে কেন। "সোনাগাজী" ভাইকে ব্যন করা নিয়ে বেশ কিছু (পোষ্ট/মন্তব্য) পেলাম। অনেক পুরাতন বা খুবই ভাল মানের লেখক যারা একটা মান নিয়ে লিখতেন, যাদের লেখা দেখে আসলে লিখার অনুপ্রেরণা পেয়েছ এখন তাদের কাউওকেই দেখিনা।
অনেকটা হতাশা ভর করে আছে এই ব্লগটার উপর। (আমার একান্ত মতামত) এমন অনেকেরে দেখছি যারা একটা পোষ্ট করে গায়েব হয়ে যাচ্ছেন একেবারেই।
আসলে আমি একটু কনফিউজড হয়ে পড়ছি।
প্রাণহীন মনে হচ্ছে সামুকে।
সবার উপস্থিতিতে মতামত চাইছি। এবং সেই সাথে পারলে মডারেটকে দিয়া দিন কি উপদেশ (পরামর্শ)
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৮