আমরা সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন। কিন্তু আমরা আমাদের চারপাশে খেয়াল করে দেখি না যে আমাদের স্বাস্থ্যের জন্য প্রকৃতি কত কিছু সাজিয়ে রেখেছে আমাদের জন্য।
একটা সাইট দেখলাম যেখানে তেমনি ভাবে আমাদের চারপাশের প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে সাজানো। আমাদের স্বাস্থ্যের জন্য কোন উপাদানটা কেমন উপকারি তাই নিয়ে তাদের পোষ্ট।
একটা পোষ্ট দেখে ত রীতিমত অবাকই হয়েছি। (তাই আপনাদের সাথে শেয়ার করলাম।) এবার অবার হওয়ার কারণটা বলি-
জুস আমরা সবাই পান করি। আম, মালটা, কমলা, আপেল, কলা আরও কত ফলে জুস হয়, সব গুলির নাম ও জানি না। কিন্তু মুলার জুস হয় এইটা কোন ভাবে মানতে পারছি না। এই পোষ্টে এর উপকারিতা বেশ বর্ণনা করা হয়েছে। অবাক হওয়ার পাশাপাশি কৌতুহলী হয়ে গেলাম। এর পরের পোষ্টে দেখলাম তারা সেই মুলার জুসের প্রস্তুত প্রনালীও পোষ্ট করেছে।
মনে পড়ে গেল সেই বিখ্যাত কমেডি সিরিজ “কাইশ্যা” র কথা। সেইখানেও বিখ্যাত ছিল কাইশ্যার মুলার জুস।
মুলার জুসের পোষ্ট এখানে পড়ুন