গতকাল রাতে নিজের ঘরে শুয়ে আছি। মাঝে মাঝে চারিদিকে প্রচণ্ড হাততালির আওয়াজ। প্রথমে এর কারণটা বুঝতে পারছিলাম না ।
কিছুক্ষণ পরে বুঝলাম নিউজিল্যান্ড বনাম ভারত সেমিফাইনালকে কেন্দ্র করে এই করতালি। কোন দলের পক্ষে বা কোন দলের বিপক্ষে এ উৎফুল্লতা তা বুঝে নিতে সামান্যও কষ্ট হয়নি। ম্যাচ শেষে মহল্লা একেবারে নীরব। বুঝতে বাকি থাকলোনা কারা ম্যাচ জিতলো।
অনেকদিন আগে কোন একটা গুরুত্বপূর্ণ ক্রিকেেট ম্যাচে পাকিস্তান জিতে যাওয়ায় সারা এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয়েছিল। এখনও পাকিস্তান ক্রিকেট দল বাংলদেশে খেলতে আসলে শুধু তাদের বিপরীত পক্ষে বাংলাদেশ না খেললে তারা তাদের হোম গ্রাউন্ডের মতো দর্শকদের সমর্থন পায়।
ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সমর্থন করেছে। তাদের দেশের হিন্দি বাংলা সব চ্যানেল আমরা গোগ্রাসে গিলি। চিকিৎসার জন্য ভারতে যাই। কাগ'জে কলমে ভারতের ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তাহলে ভারত এবং ভারতের ক্রিকেট দলের প্রতি এমন বিতৃষ্ণা কেন? জানি এর অনেক উত্তর। ভারতের বিমাতা সুলভ আচরণ, পানি, সীমান্ত হত্যা, দাদাগিরি। কথা সত্যি, মেনে নিলাম।
কিন্তু পাকিস্তানের প্রতি আমাদের এত তৃষ্ণার উৎসটা কোথায়। ভাই ভাই বলে আমরা পাকিস্তান গঠন করলাম। তারপরই আমরা বাঙালীরা দ্বিতীয় শ্রেনীর নাগরিক হলাম, শোষিত হলাম, শাষিত হলাম, ভাষার জন্য প্রাণ দিলাম, ৭১ এ দেশের ৩০ লক্ষ মানুষকে হারালাম, ২ লক্ষ মা বোনের ইজ্জত হারালাম পরিবর্তে আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোন সমবেদনা পেলাম না।
তারপরও তাদের প্রতি আমাদের এই মরণ তৃষা কেন, এর উৎস কোথায়? এটা কি আবেগ না মানসিক বৈকল্য
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯