আমাদের সময়গুলো কেন জানি বড্ড অসময়ে হচ্ছ! আমরা ফজর পড়ছি জোহরে, জোহর পড়ছি আসরে আর আসর পড়ছি মাগরিবে। এভাবেই ফরজ গুলো সব কাজা হয়ে যাচ্ছে। নাকি সত্যিকারের সাধনের ইচ্ছাই আমাদের নাই, জানিনা! বড় রহস্য, বড্ড মরীচিকা, ভীষণ অস্থিরতা চারিদিকে। সাধনের জন্য যে একাগ্রতা, পবিত্রতা, কোমলতা লাগে তার কোন কিছুই আমাদের মধ্যে নাই বরং আছে অস্থিরতা, নগ্নতা, কঠোরতা। এসব নিয়ে সময়ের সাধন সময়ে করেও সিদ্ধি লাভ করা যায় না।
আবার এটাও কুহেলিকা যে আদৌ সাধনের সময় কখনও ছিল কিনা। নাকি শুরু থেকেই সব যজ্ঞের আয়োজন। আলো ভেবে আলেয়াকে বা জল ভেবে মরীচিকাকে আপন করে নিচ্ছি কিনা। যে দ্রোহে সূচি করার স্বপ্ন দেখছি, তা আবার সব ভষ্ম করে দিবে কিনা।
অগ্নি যদি প্রদ্বীপে থাকে তবে তাতে পূজা হয় আর তা যদি দেবালয়ে লাগে তবে সাধকের অস্তিত্ত্ব বিলুপ্ত হয়। অগ্নি সর্বগ্রাসী শক্তি, সঠিক সময়ে প্রজ্জলিত ও নির্বাপিত না করলে সূচিতার পরিবর্তে ভষ্মই পাওয়া যায়।
তাই অগ্নি প্রজ্জ্বলনকারী এবং নির্বাপক সবার মনে রাখতে হবে- সময় গেলে সাধন হবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৫১