আবার আসিবো ফিরে কবিতাটির আবৃত্তি করে।
প্রিয় কবি;
জীবনান্দ দাশঃ
যে চলে যায় সে আর ফিরে আসেনা।
তবুও দীর্ঘ অপেক্ষায় থাকি আপনার আবির্ভাবের আশায়।
অপেক্ষার পালা সেদিন শেষ হয়;
যেদিন দেখি আপনি এখনও ফিরে আসেন নি!
তবে আপনার ভালোবাসার উপাদান গুলো আমাদের সামনে ফিরে আসে;
এ-ই যেমন;
শিশু যখন উঠানে মা’য়ের নেড়ে দেওয়া ধান নিয়ে খেলা করে,
মেঘলা আকাশে যখন সাদা বক পাখী উড়ে যায়,
বর্ষার ঘোলা জলে কিশোর যখন ডিংগা বায় ইত্যাদি।
একদিন হয়তো আমরাও চলে যাব অনেক দূরে ....
কিন্তু এই বাংলার সবুজ ভরা মাঠ,
ফসলের ক্ষেত,
আমার প্রিয় গ্রাম; 'শংকরদী',
কুমার নদী পাড়,
বিকাল বেলায় বসে দেখা নদীর বয়ে চলা,
যেথায় আমি কিশোর বেলায় এই নদীর পাড়ে বিভিন্ন খেলায় মেতে থাকতাম।
দূরন্তপনায় ভরা দিনগুলি ছিলো মোর
চিরাচরিত এই গ্রাম বাংলায়।
তখনও কী কেউ মনে করবে কি আমায়?
যেদিন আমরাও একে একে চলে যাই
অজানার উদ্দেশ্যে, পর পাড়ে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৩ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




