বন্ধু !!!
বন্ধু-এর অন্য পরিচয় শুভাকাঙ্ক্ষী, বিপদেই এর প্রকৃত পরিচয় মেলে।
বিপদে যে সহমর্মিতার হাত বাড়াইয়া দেয় এবং পাশে আসিয়া দাঁড়ায়, সাহায্য করিবার জন্য হাত বাড়াইয়া দেয় ও সাহায্য করে।
সে-ই তো পরম ও প্রকৃত বন্ধু!
১৯৭১ সালে বাংলাদেশ ও বাংলাদেশীদের স্বাধীনতা সংগ্রামের ভীষণ সঙ্গিন, বিপদ ও সঙ্কটতম দিনে আমরা অনেককেই বন্ধু হিসেবে পাসে পাইয়াছিলাম।
ইহাদের মধ্যে অনেক দেশ, দেশের বিখ্যাত মনিষীগণ ও ছিল। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানবতাবাদী মানুষ আমাদের জীবন-মরন অধিকার আদায়ের সংগ্রামে একাত্মতা পোষন করিয়াছিলেন। ইহাদের মধ্যে শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংগঠন তাঁহাদের নিজ নিজ ভূমিকা পালন করিতে দ্বিধাবোধ করেন নাই।
তেমনই একটি উদ্যোগ ছিল “কনসার্ট ফর বাংলাদেশ”
এই কনসার্টটি অনুষ্ঠিত হইয়াছিল; যুক্তরাষ্ট্রের নিউ-ইয়োর্ক শহরে ১৯৭১ সালের আগষ্ট মাসের ১ তারিখে। এই কনসার্ট বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। এই কনসার্ট-এ “বাংলাদেশ” এই গানটি গাহিয়াছিলেন জগত বিখ্যত গায়কঃ জর্জ হ্যারিসন। এই গানটি গাহিয়া জর্জ হ্যারিসন বাংলাদেশীদের অকৃতিম শুভাকাঙ্ক্ষী বন্ধু হইয়া স্মরনীয় হইয়া আছেন। পৃথিবীর বিখ্যাত পপ তারকা-এর প্রতি আজও বাংলাদেশ ও বাংলাদেশের মানুষগন তাহার প্রীতি ও প্রেম অনুভব করিয়া থাকেন।
দেশ হিসেবে প্রথমই আসে ভারতের কথা। (যদিও এই সাহায্যে ভারতের স্বার্থ প্রছন্নভাবে জড়িত ছিল) কিন্তু অন্য আরও একটি দেশ রাশিয়ার কথা না বলিলেই নয়!
দেশ রাশিয় আমাদের নিঃস্বার্থভাবেই অর্থ দিয়া, মনোবল দিয়া, সমর কৌশল দিয়া, সমর অস্র দিয়া যে সাহায্য ও সহযোগিতা করিয়াছিল তাহা অস্বীকার করার মতো নয়। ইহা ও স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি অংশ।
আর ব্যাক্তিঃ টেড কেনেডি, মোহাম্মদ রফি (বিখ্যাত গায়ক, ভারতীয়), রাবিশংকর ইত্যাদী
সেই সব শুভাকাঙ্ক্ষীদের নামগুলি আজও আমাদের চোখে সামনে ভাষিয়া আসে।
ব্যাক্তি হিসেবে সর্ব বৃহৎ অনুদান দিয়াছিলেন; মোহাম্মদ রফি।
আর, টেড কেনেডি; আন্তর্জাতি পরিচিতি ও স্বীকৃতি,আমাদের পরিচয় ইত্যাদী আসিয়াছিল টেড কেনেডি-এর সহমর্মিতা ও সাহায্য থেকে। এবং তিনি সশরীরে আমাদের নিদারুন কষ্ট দেখিতে আসিয়াছিলেন ভারতের বিভিন্ন স্মরনার্থী আশ্রয় শিবীর গুলিতে। তাহার এই আগমন ও স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি অংশ।
(টেড কেনেডি নিয়া এই ব্লগে আমার একটি প্রবন্ধ আছে, সকল পাঠক পাঠীকাদের তা পড়িয়া দেখিতে অনুরোধ জানাইলাম)
আর, রবিশঙ্কর আমাদের আত্মার আত্মীয়।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৩ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




