লোভী ও নিকৃষ্ট স্বার্থপর মানুষ ডঃ মোহাম্মদ ইউনুছ।
যাকে বলা হয় দুর্জন শিক্ষিত মানুষ।
ডঃ মোহাম্মদ ইউনুছ-এর মত এ সমস্ত মানুষ দেশ ও মানুষদের কোনই উপকারে আসে না।
২০২১-২০২২ সালে দেশে করনা কালীন সঙ্গিন সময়ে বা ১৯৯০ সালে ডঃ মোহাম্মদ ইউনুছ- এর নিজ জেলা চট্রগ্রামে জলে মহা-প্লাপন ও ঘূর্নি ঝড়ে কবলে পড়ে লাখ লাখ চট্রগ্রাম বাসী নিহত হবার সঙ্গিন সময়ে কি ডঃ ইউনুছ তার বিশাল অর্থ ভান্ডার থেকে কিছু অর্থ বাংলাদেশের জনগনের সেবায় দান করতে পারতো না ?
সম্প্রতি সময়ে ডঃ মোহাম্মদ ইউনুছ-এর চট্রগ্রামে জলে ভয়াবহ প্লাবন হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষদের অবর্নীয় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, সেখান ডঃ মোহাম্মদ ইউনুছ ১ কোটী টাকা দান করলে তাঁর এমন কী ক্ষতি হতো ?
এতে আমার মনে হয় না ডঃ ইউনুছ-এর বিশাল অর্থ ভাণ্ডারে টান পরে যেত!
বাংলাদেশের রাষ্ট্রীয় কোন সঙ্গিন কোন সময়ে দেখা যায় নি ডঃ মোহাম্মদ ইউনুছ-এর উপস্থিতি।
সে শুধু বাংলাদেশের গরীব মানুষদের কঠিন পরিশ্রমের অর্থ নিয়া নিজেই ফুলে ফেঁপে উঠেছে।
ডঃ মোহাম্মদ ইউনুছ-এর প্রতিষ্ঠানে যারা পরিশ্রম করে ডঃ মোহাম্মদ ইউনুছকে ধনি হতে সাহাহ্য করে তাদের বকেয়া বনাস-ভাতা মামলা করে আদায় করতে হয়।
ডঃ মোহাম্মদ ইউনুছ নিজের পড়িবারের মালিকানা দাতব্য প্রতিষ্টানে বহু অর্থ দান দেখাইয়ে আয়কর থেকে নিষ্কৃতি নিয়েছে।
যাতে আয়-কর অর্থ বাংলাদেশের কোষাগারে জমা হয় না।
(ইহা নিয়া আদালতে প্রশ্ন উঠলে নিজের মুখ বাঁচাতে আয় কর দেয় ডঃ ইউনুছ।
অর্থাৎ চোর ধরা পরার পর জরিমানা যাকে বলে।
কোন ধনি বা মহৎ লোক এমন কাজ করতে পারে না।
ইহা করে দুর্জন ও নিকৃষ্ট স্বার্থপর মানুষ)
এভাবেই ডঃ মোহাম্মদ ইউনুছ বাংলাদেশ ও বাংলাদেশের গরিব মানুষদের ঠকায়ে নিজে নিজেই ধনি হয়েছে।
উপরে আমি যে কয়টি অভিযোগ আনলাম ডঃ মোহাম্মদ ইউনুছ-এর ব্যাপারে তা আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন সত্য মিথ্যা যাচাই করুণ।
এই শা*লার পুত শা*লা এতো এতো টাকা দিয়ে কী করবে ?
মরার পর ডঃ মোহাম্মদ ইউনুছ এই সমস্ত টাকা কবরে নিয়ে যেতে পারবে?
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




