
সংসার ধর্মে তেলাপোকার বাস
জায়নামাজটাও অপবিত্র হচ্ছে-
মাটির পাপগুলো নোনে যাচ্ছে
কোন চুরাগলি অন্ধকার পথ!
অথচ টিকটিকির সাবধানতার
শব্দ কানে নাকি যায় না;
তেলাপোকার কি কান আছে দুটো!
তাহলে বিধাতারী দোষ?
আমার দৃশ্যগুলো চোখে ভাসে না
তবু সন্দেহের এক গলা তেলাপোকা!
কিলবিল করে যাচ্ছে বসবাস-
তাহলে বলো বিধাতা কার দোষ।
২১ আশ্বিন ১৪২৮, ০৬ অক্টোবর ২১
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



