
আবৃত্তির লিংঃ - https://youtu.be/4tL-vpd5y5Q
আকাশের দিকে তাকালে
মনে হয় সমস্ত কিছু উল্টাপাল্টা!
যেমনটি ঘুমানোর বিছানা;
স্নান করা নদীর দিকে তাকালে
মনে হয় শীতল ঢেউ বুকের মাঝে বয়!
অথচ বৈ কালি ন খেলাধূলা
ভুলে গেছি উন্মাদ পাগল বেসে;
ক্ষীণ সময়ে জোয়ার চলছে-
সোনালি দিনের চিৎকার কে শুনে কার কথা
পুড়া মাটির যত মায়া কান্না
বয়ঙ্ক আঙুল, হাত ছোঁয়া আলিঙ্গন- ভাবতে পারো
কেমন হবে? চামড়ায় লোনাধরা,
সাদা লোমের মন দেহ! বলো! কেমন হবে?
৩০ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ ডিসেম্বর ২১
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



